ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৬ অক্টোবর ২০২৫

English

জাতীয়

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৫ দিনব্যাপী জাতীয় কর্মসূচি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ১৫ অক্টোবর ২০২৫; আপডেট: ২১:২১, ১৫ অক্টোবর ২০২৫

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৫ দিনব্যাপী জাতীয় কর্মসূচি

ছবি: উইমেনআই২৪ ডটকম

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে গ্রামীণ সমাজে প্রযুক্তিনির্ভর জেন্ডার-ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে ১৫ দিনব্যাপী জাতীয় কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) থেকে শুরু হওয়া এই প্রচারণা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে, যার মূল লক্ষ্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনকে উৎসাহিত করা।

প্রতিবেদনের মূল অংশ (পয়েন্ট আকারে):

  • কর্মসূচির সময়কাল ও অংশগ্রহণ: ১৫ থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত পক্ষকালব্যাপী এই কর্মসূচিতে নাগরিক সমাজ, কমিউনিটি মিডিয়া, স্থানীয় নেতৃত্ব, একাডেমিয়া ও প্রযুক্তি সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

  • মূল লক্ষ্য: কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সম্মিলিত পদক্ষেপ গ্রহণ এবং গ্রামীণ নারী, কিশোরী ও যুবদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গঠনে উৎসাহিত করা।

  • কর্মসূচির উদ্দেশ্য: জাতীয় ও কমিউনিটি-ভিত্তিক ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে সচেতনতা তৈরি করা। একইসঙ্গে ভুক্তভোগী বিশেষ করে যুব সম্প্রদায়সহ নারী, কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত সেবা ও সহায়তায় প্রবেশাধিকার নিশ্চিত করা।

  • অর্থায়ন ও সহযোগিতা: এই কর্মসূচিটি 'স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় পালিত হচ্ছে। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির অংশ, যা বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)।

  • উল্লেখযোগ্য কার্যক্রম: ১৫ দিনব্যাপী সচেতনতা সৃষ্টিমূলক কর্মসূচির মধ্যে রয়েছে—

    • কমিউনিটি রেডিও এবং নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে অনলাইন আলোচনা।

    • ৬টি নাগরিক সমাজ সংগঠনের মাধ্যমে সংবাদ সম্মেলন।

    • ৯টি কমিউনিটি রেডিওর মাধ্যমে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার।

    • ১৫টি জেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মোট ১৮০ জন সফল নারী ও পুরুষকে সম্মাননা প্রদান।

  • প্রত্যাশিত ফল: কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টিএফজিবিভি প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। গ্রামীণ নারী ও যুব সমাজ ডিজিটাল নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে সচেতন হবে। এছাড়া টিএফজিবিভি প্রতিরোধে নীতিগত সংলাপ ও প্রতিশ্রুতি জোরদার হবে।

  • সহযোগিতাকারী সংস্থা: ১৪টি জেলায় ৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা (স্পিড ট্রাস্ট, নিষ্ঠা উন্নয়ন সংঘ, সেতু, পিরোজপুর গণ উন্নয়ন সমিতি ও অগ্রগতি সংস্থা) এবং ৯টি কমিউনিটি রেডিও (নলতা, লোকবেতার, মেঘনা, সাগরগিরি, সাগরদ্বীপ, পল্লীকণ্ঠ, চিলমারী, ঝিনুক, সারাবেলা) এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে।


প্রতিবেদন ২: মিরপুরের আগুন: শ্রমিকদের প্রাণহানি 'গাফিলতিজনিত হত্যাকাণ্ড', দোষীদের শাস্তির দাবি আইপিডি’র

ইন্ট্রো:

রাজধানীর মিরপুরের রূপনগর থানার শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে শ্রমিকদের প্রাণহানির ঘটনাকে 'কাঠামোগত ও গাফিলতিজনিত হত্যাকাণ্ড' হিসেবে বিবেচনা করছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি অবিলম্বে এই ঘটনার জন্য দোষী কারখানা মালিকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে।


প্রতিবেদনের মূল অংশ (পয়েন্ট আকারে):

  • ঘটনার মূল্যায়ন ও শাস্তির দাবি: আইপিডি এই প্রাণহানির ঘটনাকে কাঠামোগত ও গাফিলতিজনিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

  • ক্ষতিপূরণ ও সুচিকিৎসা: নিহত পরিবারদের প্রতি শোক জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ ক্ষতিপূরণের দাবি করেছে আইপিডি।

  • ত্রুটির কারণসমূহ: শ্রমিকদের অসহায়ভাবে মারা যাওয়ার কারণ হিসেবে আইপিডি নিম্নলিখিত বিষয়গুলো চিহ্নিত করেছে:

    • অনুমোদনহীনভাবে বিপদজনক শিল্পকারখানা স্থাপন।

    • অগ্নি নিরাপত্তা সনদ ও ব্যবস্থা না থাকা।

    • ভবন ও কারখানার যথাযথ ব্যবহারের অনুমোদন না নিয়ে বিপদজনক ব্যবহার।

    • নগর পরিকল্পনা যথাযথভাবে অনুসরণ না করা।

  • শিল্প মালিকদের দায়: আইপিডি মনে করে, শিল্প মালিকেরা সকল আইনকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং যথাযথ কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত না করে মানুষের দারিদ্র্যকে পুঁজি করে শ্রমিকদের কাজ করতে বাধ্য করেছেন। ফলে আইপিডি শিল্প মালিকদের মানুষ হত্যার দায়ে যথাযথ শাস্তি দাবি করছে।

  • দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যর্থতা: আইপিডি উল্লেখ করেছে যে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজউক, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করলে এই প্রাণহানি ঘটতো না।

  • সরকারি দুর্নীতির চক্র: আইপিডি মনে করে, ঢাকা শহরসহ অন্যান্য নগর এলাকায় যত্রতত্র শিল্পকারখানা অবাধে গড়ে ওঠার পেছনে সরকারি পর্যায়ে দুর্নীতির একটি চক্র কাজ করছে, যা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া অতি জরুরি।

  • আইনের সংস্কারের দাবি:

    • নিমতলী অগ্নিকাণ্ডের দেড় দশক পরও রাসায়নিক গুদামগুলো নিরাপদ শিল্প জোনে স্থানান্তর না হওয়ায় অবিলম্বে কমিশন গঠনের মাধ্যমে করণীয় ঠিক করার জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে।

    • বিদ্যমান শিল্প আইনে দুর্ঘটনায় মৃত্যুবরণ করা শ্রমিকদের ক্ষতিপূরণের মূল্য মাত্র দুই লাখ টাকা, যা অপর্যাপ্ত। আইপিডি এই আইনের প্রয়োজনীয় সংস্কার এবং গাফিলতিজনিত দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনার দাবি জানিয়েছে।

  • ভবিষ্যৎ করণীয়: আইপিডি বিল্ডিং কোড ও নির্মাণ সংশ্লিষ্ট আইন মেনে শিল্প কারখানার অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার এবং অনুমোদনহীন কেমিক্যাল গোডাউনগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে মনে করে।

  • শ্রমিক নিরাপত্তা: শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে বলেও আইপিডি দাবি জানিয়েছে।

ইউ

জুলাই সনদ স্বাক্ষর হবে উৎসবমুখর পরিবেশে: প্রধান উপদেষ্টা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা

বিমান ক্রু রুদাবা সুলতানার পদাবনতি

জুলাই সনদ নিয়ে যা বললেন আলী রীয়াজ

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৫ দিনব্যাপী জাতীয় কর্মসূচি

সাদাছড়ি স্বাধীনতার প্রতীক, সীমাবদ্ধতা নয়: শারমীন এস মুরশিদ

পুরুষদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে সাইমা কুরেশি

তিন গোয়েন্দার স্রষ্টা লেখক রকিব হাসান আর নেই

মাশরাফি রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন: ক্রীড়া উপদেষ্টা

বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ প্রাণহানি ৩

মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

’অতি জরুরি’ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে শিশুবিবাহ-সহিংসতা বড় চ্যালেঞ্জ: ইউনিসেফ

বইমেলার বিলম্ব প্রস্তাব ’সাংঘর্ষিক’, দ্রুত সময় ঘোষণার দাবি

১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই: ঢামেক পরিচালক