ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ১৮ জুলাই ২০২৫

English

বৃত্তের বাইরে

১১৬ বছরে প্রথম নারী নেতৃত্ব পেতে যাচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২২:০৩, ১৬ জুন ২০২৫

১১৬ বছরে প্রথম নারী নেতৃত্ব পেতে যাচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা

সংগৃহীত ছবি

নিজেদের ১১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী প্রধানের নেতৃত্বে পরিচালিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের গোপন বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬। চলতি বছরের শেষের দিকে সংস্থাটির ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ব্লেইজ মেট্রিয়েলি। বর্তমান প্রধান স্যার রিচার্ড মুরের স্থলাভিষিক্ত হবেন তিনি।
রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ব্লেইজ মেট্রিয়েলি বর্তমানে এমআই৬-এর প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের দায়িত্বে আছেন। ১৯৯৯ সালে সংস্থাটিতে যোগ দেন তিনি।

এমআই৬ সাধারণত বিদেশ থেকে তথ্য সংগ্রহ করে যুক্তরাজ্যের নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে কাজ করে থাকে। তাদের প্রধান লক্ষ্য হলো সন্ত্রাস প্রতিরোধ, শত্রু রাষ্ট্রের কার্যকলাপ প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা জোরদার করা। এমআই৬ প্রধানকে সাধারণত ‘সি’ নামে ডাকা হয় এবং তিনিই এই সংস্থার একমাত্র প্রকাশ্য ব্যক্তি।

যুক্তরাজ্যের সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা গোয়েন্দা সংস্থাটির প্রধানের দায়িত্ব পাওয়ার পর ব্লেইজ মেট্রিয়েলি বলেন, এই সংস্থার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এমআই৫ ও জিসিএইচকিউয়ের সঙ্গে মিলে যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপদ রাখা ও আন্তর্জাতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমআই৬। আমি সংস্থাটির সাহসী কর্মকর্তা ও এজেন্টদের সঙ্গে কাজ করে যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

৪৭ বছর বয়সী ব্লেইজ এখন মহাপরিচালক বা ‘কিউ’ পদে আছেন। তিনি এমন গুরুত্বপূর্ণ প্রযুক্তির নেতৃত্ব দেন, যার মাধ্যমে এমআই৬ এজেন্টদের পরিচয় গোপন রাখা হয়। চীনের বায়োমেট্রিক নজরদারির মতো শত্রুপক্ষকে ফাঁকি দেওয়ার নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করে এই বিভাগ।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন ব্লেইজ। তিনি আগেও এমআই৬-এর অঙ্গসংস্থা এমআই৫-এ পরিচালক হিসেবে কাজ করেছেন। তার পেশাগত জীবনের বড় অংশ কেটেছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে। এমআই৫-এ পরিচালক হিসেবে থাকার সময় ‘কে’ ছদ্মনামে কথা বলতেন ব্লেইজ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে রাজা চার্লসের বিদেশ ও আন্তর্জাতিক জন্মদিনের সম্মাননা তালিকায় ‘কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ (সিএমজি)’ খেতাব পান ব্লেইজ।
 

//এল//

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ 

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা, আসামি ৪৭৫

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এবার কত পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা বলছে হোয়াইট হাউস

আজ মিলবে ফ্রি ইন্টারনেট, পাবেন যেভাবে

রাবি মেডিকেলের নাম ‌‘নাপা সেন্টার’ দিলেন শিক্ষার্থীরা

চড়া সবজির বাজার, কমেনি মরিচের দামও

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, নিয়োগ পাবে যত

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

থমথমে গোপালগঞ্জে আতঙ্ক, গ্রেপ্তার ২০

ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরও একজনের মৃত্যু

ড. ইউনূসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদের সাক্ষাৎ

ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ