
ছবি: উইমেনআই২৪ ডটকম
নারায়ণগঞ্জ জেলায় বন্দর থানার লাঙ্গলবন্দে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে ৬ হাজার ৬৫৫ ঘনফুট গ্যাস অপচয় রোধ হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজস্ব সুরক্ষায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এ বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হয়।
এ অভিযানে দুই কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ৩২০ ফুট অবৈধ গ্যাসের পাইপলাইনও অপসারণ করা হয়, এতে ৩০০টি আবাসিক বার্নার এবং নয়টি বাণিজ্যিক বার্নার ও একটি ওভেন বিচ্ছিন্ন হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে অভিযুক্ত একজনের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
ইউ