
ছবি সংগৃহীত
মানুষ চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই জন্মেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেটার দিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি।”
তিনি আরও বলেন, এখন নানা ধরনের উদ্যোক্তা তৈরি হচ্ছে, যদিও তাদের আলাদা তালিকা নেই। প্রযুক্তির অগ্রগতিই এ সুযোগ তৈরি করেছে। “প্রযুক্তি আমাদেরকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছে। এখন প্রযুক্তিকে কাজে লাগানোর সময় এসেছে,”—যোগ করেন প্রধান উপদেষ্টা।
এ সময় তিনি প্রত্যেক মানুষকে তার সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পিকেএসএফের নতুন ভবনকে সামনে রেখে নতুন যাত্রায় সবার জন্য উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্র প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।