

শাহীন মোলহেম : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেয়া মানেই পাচারকে উৎসাহিত করা। এতে টাকা পাচার ও দুর্ণীতি বেড়ে যাবে।
বিরোধী দলীয় উপনেতা আরো বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিৎ। আমরা দীর্ঘ দিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক। আজ রবিবার জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে মেজর (অবঃ) গাজী মো. মাকসুদ উর রহীম জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক -২ এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য মিথিলা রওয়াজা প্রমুখ।
উইমেনআই২৪ডটকম//জ//১২-০৬-২০২২//০৩.৪৭ পি এম