
ছবি সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের (সা.) শিক্ষা নয়।”
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভীর বক্তব্যের মূল বিষয়সমূহ
-
মুসলিম সমাজ আজ বিভক্ত হয়ে পড়েছে, অথচ ঐক্যের প্রতীক ছিলেন মহানবী (সা.)।
-
অন্যায়-অনাচার বন্ধ করতে হলে রাসুলের আদর্শ অনুকরণ করতে হবে।
-
মুসলমানরা আজ রাসুলকে অনুসরণ ও অনুকরণ না করায় সমাজে ব্যর্থতা তৈরি হয়েছে।
-
সাবেক প্রধানমন্ত্রীর পরিবারসহ অনেক রাজনীতিকের সম্পদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একদিকে মদিনা সনদে দেশ চালানোর কথা বলা হয়, অন্যদিকে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলা হয়।”
-
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্যাতন সহ্য করে দেশে থাকার বিষয়টি উল্লেখ করে রিজভী দাবি করেন, বিএনপি বাংলাদেশপন্থি দল, অন্যরা নয়।
-
আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ
রিজভী বলেন,
“তৌহিদী জনতার নামে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই মাজার ভাঙা ও লাশ পোড়ানোর ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকার অতীতেও এ ধরনের চক্রান্ত করেছে এবং বর্তমানে আবারও দেশের ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে কি না তা অন্তর্বর্তীকালীন সরকারের খতিয়ে দেখা উচিত।
অনুষ্ঠানে উপস্থিতি
মিলাদ মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।
ইউ