
ফাইল ছবি
প্রফেসর মুহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শেহবাজ শরিফকে একটি সমবেদনা চিঠি পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে পিএম হাউসে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই চিঠি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন।
প্রতিবেদন:
চিঠিতে প্রধান উপদেষ্টা ইউনূস পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যায় সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা এবং নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে পাকিস্তানের পাশে রয়েছে এবং প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া:
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ধর্ম উপদেষ্টা ও প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।
তিনি এছাড়াও নিউইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে তার দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য দূরীকরণে অবদানের প্রশংসা করেন।
ইউ