

শাহীন মোলহেম: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘দেশে বিরাজনীতিকরণ চলছে। তাই দেশের মানুষের অধিকার ছিনতাই হয়ে গেছে। জনগণ হচ্ছে দেশের মালিক। তারাই নেতৃত্ব ও জনপ্রতিনিধি নির্বাচন করবেন। কিন্ত দেশের মানুষ এখন আর প্রতিনিধি নির্বাচন করতে পারেন না। নির্বাচনের নামে প্রহসন চলছে।’
শনিবার চাঁদপুরের সরকারি হাসান আলী প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জি এম কাদের এ কথা বলেন।
সম্মেলনে আলহাজ এমরান হোসেন মিয়াকে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে কর্তৃত্ববাদী সরকারের শাসনে রাজনৈতিক দলগুলো বিলীন হয়ে যাবে। সাইনবোর্ড সর্বস্ব দল থাকবে, নেতা থাকবে। দেশের মানুষ আর রাজনৈতিক দল বা রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখবে না।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে সরকারী দল ও তাদের সমর্থকদের নিয়ে একটি জোট হবে। তাদের শক্তি হচ্ছে, প্রশাসন, অর্থ আর পেশিশক্তি। আর সকল বিরোধী শক্তি মিলে হয়তো আরো একটি জোট হবে, যাদের একমাত্র শক্তি হচ্ছে জনগণের সমর্থন।
এসময় জি এম কাদের বলেন, ‘যে সমাজে গুণীজনদের সম্মান দেখানো হয়, সেই সমাজে গুণীজণ জন্ম নেয়। আর দুর্নীতিবাজদের সম্মান দেখালে দেশ দুর্নীতিবাজে ভরে যাবে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বিধান করা হয়েছে, যারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তারা টাকা দেশে ফিরিয়ে এনে ভোগ করতে পারবেন। এরচেয়ে লজ্জাজনক বিষয় আর হতে পারে না।এতে দুর্নীতিবাজদের উৎসাহিত করা হবে। এতে দুর্নীতি আরো প্রশ্রয় পাবে। আমরা এর বিরোধীতা করবো, আমরা দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিচারের মুখোমুখি করা পক্ষে। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্ধৃতি দিয়ে বলেন, পুকুর চুরি নয় এখন সাগর চুরি চলছে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ ভালো নেই। মহামারির কারণে অনেকেই কাজ হারিয়েছেন, প্রতিদিন শিক্ষিত-অশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে। মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এমন বাস্তবতায় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি সাধারণ মানুষকে দিশেহারা করেছে। গরীব মানুষ দিন দিন আরো গরীব হচ্ছেন। জি এম কাদের আরো বলেন, প্রতিদিন দূর্ঘটনা ঘটছে, দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে কোন প্রতিকার নেই। দুর্নীতি ও স্বজনপ্রীতির কারনে গুরুত্বপূর্ণ পদে অদক্ষ ও অযোগ্যরা বসে আছেন। তাই কেউই সঠিক ভাবে দায়িত্ব পালন করে না, আর দেখার যেন কেউ নেই।’
উইমেনআই২৪//ইউ//১১-০৬-২০২২//৬:১৭ পিএম//