

উইমেনআই প্রতিবেদক:
বৃহত্তর আন্দোলনের প্লাটফর্ম গড়ে তুলতে কল্যাণ পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপি।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীরপ্রতিক) ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দলের নেতৃত্ব দেবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিএনপির চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, ২৭ মে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার (৩১ মে) গণসংহতি আন্দোলন ও বুধবার (১ জুন) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গেও মতবিনিময় করেন তারা।
উইমেনআই২৪ডটকম//এল/ 12.45 pm