ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৭ সেপ্টেম্বর ২০২৫

English

রাজনীতি

আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে: নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল

প্রকাশিত: ০০:০০, ৪ মার্চ ২০২১

আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে: নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল

উইমেনআই২৪ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ‘আমাদেরকে দাঁড়াতে হবে। শক্ত হয়ে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আজকে আসুন, আমরা সব রাজনৈতিক দল এক সাথে প্রতিবাদী হয়ে দাঁড়াই।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন। ‘লেখক মুসতাক আহমেদ ও সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে’ এই সমাবেশ হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমি স্লোগান দিচ্ছি। আপনারা স্লোগান দেবেন। মুসতাক আহমেদের হত্যার, জবাবে নেতা-কর্মীরা বলেন, বিচার চাই বিচার। ডিজিটাল নিরাপত্তা আইন, কর্মীরা বলেন, বাতিল করো বাতিল করো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, নেতা কর্মীরা বলেন, মুক্তি চাই মুক্তি চাই।’

বর্তমান সরকার সম্পূর্ণ একটি অনির্বাচিত ও অবৈধ সরকার মন্তব্য করে ফখরুল বলেন, ‘তাদেরকে জোর করেই ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। টিকে থাকার জন্য তাদেরকে এ ধরনের গণবিরোধী আইন করতে হয়েছে। এই আইনের মাধ্যমে জনগণের কথা বলার অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে।’

ডিজিটাল নিরাপত্তা আইনে যত জন গ্রেফতার হয়েছেন সকলের মুক্তির দাবি করেন ফখরুল।

তিনি বলেন, ‘এই সরকারকে সরাতে হবে। কারণ এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়। এই সরকারের কোন বৈধতা নেই। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনেই এই সরকারের পতন হবে।’

অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘লেখক মুসতাক আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে অন্যায়ভাবে কারাগারে আটক রেখে তাকে হত্যা করা হয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয়ভাবে হয়েছে। আমরা সেদিনই বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছি। শুধু একটি নয়। এই ডিজিটাল নিরাপত্তা আইনে প্রায় ৭’শত মানুষকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, শুধু সরকারের সমালোচনা করার জন্য ৭ বছরের মেয়ে ও গৃহবধূকে গ্রেফতার করা হচ্ছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা।’

সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে কয়েক শতাধিক নেতা-কর্মী  অংশ নেন।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্যে রাখেন।

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন-এর মৃত্যুতে উদীচীর শোক

একসাথে কাজ করার আহ্বান

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণা দণ্ডনীয় অপরাধ ঘোষণা

নারী কারাবন্দিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত সরকারের

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত ফরিদা পারভীন, কুষ্টিয়ায় হবে সমাহিত

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিয়েছে ভারত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৯

পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষাটা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন

দায়িত্ব নিয়েই পার্লামেন্ট ভেঙে দিলেন কার্কি, নির্বাচনের তারিখ ঘোষণা

জাকসু নির্বাচন: সন্ধ্যার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

ড. ইউনূসের চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে