
রাজনীতি
বাংলাদেশে গণতন্ত্র এখন প্রায় অনুপস্থিত: মির্জা ফখরুল

ওমেনআই ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র এখন প্রায় অনুপস্থিত। এটা ফিরিয়ে আনতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মনে করেন তিনি । ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যে দেশের গণমাধ্যম যত বেশি শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী ।
কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য দেশে অনেক আইন রয়েছে বলে অভিযোগ করেন তিনি । বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক কারণে অনেক সাংবাদিককে কারাগারে যেতে হয়েছে, অনেকে প্রাণও হারিয়েছেন । এ অবস্থা বদলাতে বিভাজনের রাজনীতি বাদ দিয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহবানও জানান মির্জা ফখরুল ।