
ছবি: রফিকুল ইসলাম পথিক...
গণফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম পথিক হৃদরোগে আক্রান্ত হয়ে ১০ মে (শনিবার রাত সাড়ে ১১ টায় রাজধানীর দক্ষিণ কমলাপুরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক কন্যা সন্তান রেখে গেছেন।
রফিকুল ইসলাম পথিকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু এবং সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রফিকুল ইসলাম পথিক গণফোরামের এক সুদীর্ঘ কর্মী ছিলেন এবং তার মৃত্যু দলের জন্য একটি অপূরণীয় ক্ষতি। দলের নেতারা তার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকের এই মুহূর্তে তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইউ