
ছবি সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্যে ভুটানকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রবিবার (১১ মে) অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন মুর্শেদ আলী, সুমন সরেন ও নাজমুল হুদা ফয়সাল।
প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করে বাংলাদেশ জানতো সেমিফাইনালে উঠতে দ্বিতীয় ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা, যার ফলশ্রুতিতে ম্যাচের ১৩ মিনিটেই প্রথম গোলটি আসে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের দারুণ পাস থেকে মুর্শেদ আলী গোল করেন।
এরপর ম্যাচের ২৪ মিনিটে দ্বিতীয় গোলটি আসে। মুর্শেদ আলী ডান প্রান্ত থেকে বল ঠেলে দেন বক্সে, এবং ভুটানী ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে সুমন সরেন গোল করেন।
বিরতির পর ভুটান আক্রমণ কিছুটা বাড়ালেও, বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে খুবই দৃঢ় প্রতিরোধ গড়েন।
ম্যাচের শেষ মুহূর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আরও একটি দুর্দান্ত গোল করেন, যা ৩-০ ব্যবধানে বাংলাদেশকে জয় এনে দেয় এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।
ইউ