ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৭ জুলাই ২০২৫

English

অপরাধ

লঞ্চে দুই তরুণীকে মারধর: ২৫ জনের বিরুদ্ধে মামলা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ১১ মে ২০২৫; আপডেট: ১৭:২০, ১১ মে ২০২৫

লঞ্চে দুই তরুণীকে মারধর: ২৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির সময় একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর করার ঘটনায় মামলা হয়েছে।

রবিবার (১১ মে) সকালে মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করেন। মামলায় মারধরকারী তরুণ নেহাল আহমেদ ওরফে জিহাদসহ অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয় যে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করা হয়েছে। এতে যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অভিযোগ আনা হয়েছে। এই মামলার তদন্ত নৌ পুলিশ করবে।

মামলার বাদী সূত্রে জানা যায়, ১০ মে (শনিবার) দুপুরে নেহাল আহমেদ মুন্সিগঞ্জ সদর থানায় আসলে পুলিশ তাকে আটক করে। নেহাল আহমেদ মুন্সিগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটানোর পর নেহালকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে থানায় আসতে বলে, এবং পরবর্তীতে তাকে আটক করা হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এমভি ক্যাপ্টেন নামের লঞ্চে দুই তরুণীকে লঞ্চের সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে পেটাচ্ছেন এক তরুণ। ভিডিওতে স্থানীয়রা সেই দৃশ্য দেখে উল্লাস প্রকাশ করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পুলিশ এবং নৌ পুলিশ দ্রুত ব্যবস্থা নেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘শুক্রবার ১৯-২০ বছর বয়সী দুই তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সে ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার আমরা জিহাদ (নেহাল আহমেদ)কে থানায় আসতে বলি। তিনি থানায় এলে তাঁকে আটক করি। এ ঘটনায় মামলা করার জন্য ওই তরুণীদের থানায় আসতে বলা হয়েছিল, কিন্তু তাঁরা কেউ আসেননি। লঞ্চ কর্তৃপক্ষকেও অভিযোগ দিতে বলা হয়েছিল, তারাও আসেনি।’

ওসি আরো জানান, ‘সকালে মুক্তারপুর নৌ পুলিশ বাদী হয়ে মারধর, লঞ্চ ভাঙচুর এবং লঞ্চে লুটপাটের ঘটনায় মামলা করেছে।’ তিনি জানান, মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়েছে এবং নেহাল আহমেদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় পুলিশ দ্রুত কার্যক্রম শুরু করেছে এবং আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

ইউ

ছাত্রজনতার আত্মদানের বিনিময়ে আমরা বিজয়ী হয়েছি

তিস্তা ব্যবস্থাপনায় প্রকল্প এবং রংপুরে পূর্ণাঙ্গ হাসপাতাল করবে সরকার

যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রতি গুরুত্ব

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্র-জনতার বিক্ষোভ

সেনা-পুলিশের নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করলেন এনসিপি নেতারা

সেনা ও পুলিশের নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করলেন এনসিপি নেতারা

সেনা-পুলিশের নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করলেন এনসিপি নেতারা

জরায়ুমুখের ক্যান্সারের টিকাদানে বাংলাদেশের অগ্রগতি

গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি, ১৪৪ ধারা জারি

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, সময়সূচি ঘোষণা

সোহাগ হত্যার পেছনে রাজনীতি নয়, ব্যবসায়িক দ্বন্দ্ব

’জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

এবার গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর