ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১২ মে ২০২৫

English

রাজনীতি

দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ১১ মে ২০২৫

দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির

ফাইল ছবি

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্রুত রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রবিবার (১১ মে) রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই দলটি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় এবং তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাটা একটি প্রয়োজনীয় পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘আমরা কয়েক মাস আগে লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছিলাম, আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের আওতায় আনা হোক। যদি ওই সময় এই পদক্ষেপ নেয়া হতো, তবে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।’

বিএনপির এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, তবে তারা যেন আমাদের পরামর্শগুলো যথাসময়ে বিবেচনা করে।’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘দেশের জনগণ আগামী নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা নির্বাচনে অংশ নিতে উদগ্রীব। তাই আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আহ্বান জানাই যে, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, নতুবা সরকার আরও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারে।’

গত ৭ মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন কর্মসূচি ঘোষণা করে এবং তাদের সঙ্গে যুক্ত হয় কিছু বাম দল ও সংগঠন। তবে বিএনপি সরাসরি এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে বিক্ষোভও অনুষ্ঠিত হয়।

১০ মে (শনিবার) রাতে ড. ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সিদ্ধান্ত নেয়া হয়, ‘যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কাজ সম্পন্ন না হবে, ততদিন তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।’

আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ১২ মে (সোমবার) গেজেট প্রকাশ করা হবে।

ইউ

সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস, কমবে গরম

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আ. মালেক আর নেই

নবাবগঞ্জে ফ্যান লাগাতে গিয়ে যুবকের মৃত্যু 

‘নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে’

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

বেনাপোল পৌর জামায়াতের কর্মী সম্মেলন

কোনো দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না: কাদের সিদ্দিকী

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় ৩৯.৯ ডিগ্রি

দেশে বজ্রপাতে একদিনে ১০ প্রাণহানি

ভুটানকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

মিথ্যা সংবাদের প্রতিবাদ পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে সংগঠন নিষিদ্ধের বিধানযুক্ত

শেয়ারবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

লঞ্চে দুই তরুণীকে মারধর: ২৫ জনের বিরুদ্ধে মামলা