
ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
শনিবার (১০ মে) রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারতে অংশ নেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তারা কবর জিয়ারতের সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
ডা. জোবাইদার এই সফরের নিরাপত্তা তদারক করছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম শামছুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবাহিনী (সিএসএফ)-এর সদস্যদের মাধ্যমেই মূল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করেন তিনি।
কবর জিয়ারতের সময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা জাফিয়া ও জাহিয়াকে রেখে যান।
ইউ