ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২১ অক্টোবর ২০২৫

English

রাজনীতি

চরমোনাই পীরের বাড়িতে গেলেন জামায়াতের আমির

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯, ২১ জানুয়ারি ২০২৫

চরমোনাই পীরের বাড়িতে গেলেন জামায়াতের আমির

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ফল-মিষ্টি নিয়ে বরিশালের চরমোনাই পীরের বাড়িতে যান। সেখানে পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন এবং পরস্পরের সঙ্গে করমর্দন করে কুশলাদি বিনিময় করেন।

বৈঠক শেষে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পীর সাহেব চরমোনাইয়ের মাদ্রাসা পরিদর্শন করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। ফেরার সময় চরমোনাই পীর জামায়াত প্রধানকে কাশ্মীরী শাল, কুরআনসহ নানা উপহার প্রদান করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, চরমোনাই পীর বলেন, জামায়াতের কর্মী সম্মেলনের সময় তাদের আমিরের মাদরাসা পরিদর্শন করতে আসায় তিনি খুশি হয়েছেন। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াতের সম্পর্কের মধ্যে চিন্তার পার্থক্য থাকতে পারে, তবে তাদের উদ্দেশ্য এক—মানুষের কল্যাণে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

চরমোনাই পীর আরও বলেন, ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী একত্রে কাজ করতে পারলে ইসলামের পক্ষে জনগণের ভোট একবাক্সে পড়বে। তিনি বলেন, ‘যদি আমরা একযোগে কাজ না করি, তবে মানুষের ক্ষতি হবে।’

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের দেশের মর্যাদা নেই, কারণ এখানে দুর্নীতি ও দুঃশাসন চলছে। তবে আল্লাহর বিধান মেনে চললে সবকিছু ঠিক হবে।’ তিনি আরো বলেন, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে অমুসলিমদের কোনো সমস্যা হবে না, কারণ মদিনার বিধান অনুযায়ী সবার অধিকার রক্ষা হয়।

এক প্রশ্নের জবাবে, জামায়াত আমির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতের সম্পর্ক এখানেই শেষ নয়, বরং এটি শুরু। তিনি আশা প্রকাশ করেন যে, আল্লাহর তৌফিকের মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং দেশের জনগণও ইসলামী দলগুলোর একযোগে কাজ করার পক্ষে।

জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যে সংস্থার প্রয়োজন, তা আগে গঠন করা উচিত, তারপর নির্বাচন হতে পারে।

এই বৈঠকে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ইউ

জবি ছাত্রদল নেতা খুন: জানাজায় বাবার শোক, বিচার দাবি

গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

হাইড্রোলিক হর্ন ও নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানাসহ বাস ডাম্পিং

পর্নকাণ্ডে সক্রিয় বাংলাদেশি দম্পতি বান্দরবানে গ্রেপ্তার

পর্নকাণ্ডে সক্রিয় বাংলাদেশি দম্পতি বান্দরবানে গ্রেপ্তার

হিন্দু ও শিখদের দেশে ফেরার আহ্বান তালেবান সরকারের

সালমান শাহর অপমৃত্যু মামলা হত্যা হিসেবে তদন্তের নির্দেশ

বন্যা পুনর্বাসন: রেড ক্রিসেন্টের উদ্যোগে ঘুরে দাঁড়িয়েছে ৩ লক্ষ

অধিকার, মর্যাদা ও ঐক্যের পথে গৃহকর্মী জাতীয় ফোরামের সম্মেলন

বাংলা ভাষায় প্রতিবন্ধীদের শিক্ষা সমৃদ্ধ করতে নানা প্রচেষ্টা

শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি

ভোটের মাঠে দায়িত্বে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা: ইসি সচিব

রাজনীতিবিদদের অনৈক্যে অনেকেই হতাশ: মির্জা ফখরুল

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল স্বাভাবিক

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ পূর্বশর্ত: বিশেষজ্ঞরা