ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১৩ অক্টোবর ২০২৫

English

জাতীয়

স্তন ক্যান্সার সচেতনতা দিবস: জেনে নিন, জেগে উঠুন

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ১১ অক্টোবর ২০২৫

স্তন ক্যান্সার সচেতনতা দিবস: জেনে নিন, জেগে উঠুন

ছবি সংগৃহীত

বাংলাদেশে ত্রয়োদশ বারের মতো পালিত হলো স্তন ক্যান্সার সচেতনতা দিবস। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটি উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য ছিল— “জেনে নিন, জেগে উঠুন। স্ক্রিনিং জীবন বাঁচায়।”

১০ অক্টোবর (শুক্রবার) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ২০১৩ সাল থেকে ১০ অক্টোবর দিবসটি উদযাপন করে আসছে।

প্রতিবেদনের মূল বিষয়গুলো (পয়েন্ট আকারে):

১. প্রতিপাদ্য ও উদ্বেগের কারণ:

  • প্রতিপাদ্য: এ বছরের প্রতিপাদ্য “জেনে নিন, জেগে উঠুন। স্ক্রিনিং জীবন বাঁচায়।”

  • আহ্বান: ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, সচেতনতা কার্যক্রমের পরেও মানুষ পর্যাপ্ত তথ্য পাচ্ছে, কিন্তু প্রতিরোধ ও স্ক্রিনিং সেবা গ্রহণে সেই মাত্রায় তৎপর হচ্ছে না। তাই জানা, জেগে ওঠা (তৎপর হওয়া) এবং স্ক্রিনিংয়ের আওতায় আসার জন্য তিনি আহ্বান জানান।

  • পরিসংখ্যান: আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং এর মধ্যে প্রায় ৬ হাজার নারী মারা যান।

২. সচেতনতা ফোরামের উদ্যোগ ও কর্মসূচি:

  • যৌথ কর্মসূচি: এ বছর ফোরামের ৫৩টি সংগঠন যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর বাইরে বিভিন্ন সংগঠন এককভাবে কর্মসূচি পালন করছে।

  • সড়ক শোভাযাত্রা: ঢাকা ও সারাদেশের জেলা-উপজেলায় গোলাপি সড়ক শোভাযাত্রা ও সহজ বাংলায় প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ কর্মসূচি সর্বমহলে প্রশংসিত হয়েছে।

  • মাসব্যাপী কার্যক্রম: সারা মাস নানা কর্মসূচী পালিত হবে। এর অংশ হিসেবে ৩০ ও ৩১ অক্টোবর ঢাকা-রাজশাহী-খুলনা রুটে গোলাপি সড়ক শোভাযাত্রা আয়োজিত হবে। গোলাপি সাজে সজ্জিত একটি বাসে করে একদল স্বেচ্ছাসেবক প্রায় ১৫টি ছোট-বড় স্পটে আলোচনা সভা, পথসভা ও লিফলেট বিতরণসহ সচেতনতা কার্যক্রম আয়োজন করবেন।

  • প্রতীকী শোভাযাত্রা: আলোচনা অনুষ্ঠানের আগে প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতীকী গোলাপি শোভাযাত্রা আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে।

৩. কম খরচে চিকিৎসা সুবিধা:

  • বিশেষ ব্যবস্থা: ধানমন্ডি ৬ নম্বর সড়কে অবস্থিত গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালে অভাবনীয় স্বল্প খরচে স্তন ক্যান্সার অপারেশন ও কেমোথেরাপির ব্যবস্থা চালু আছে।

  • দরিদ্রদের জন্য: অতি দরিদ্রদের জন্য মাত্র পাঁচ হাজার টাকায় স্তন ক্যান্সার অপারেশনের বিশেষ ব্যবস্থা চালু রয়েছে।

৪. গোলটেবিল আলোচনায় বক্তারা: গোলটেবিল আলোচনায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের সদস্য এবং ফোরামের সদস্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদের মধ্যে ছিলেন— স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ডা. জাকির হোসেন, অধ্যাপক ডা. মোজাহেরুল হক ও অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন; নারী অধিকার সংস্কার কমিশনের সদস্য ড. হালিদা হানুম আখতার; স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য মাশহুদা খাতুন শেফালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য সংগঠনের নেতারা।

ইউ

সেফ এক্সিট নিয়ে যে মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনীতিতে নারী-প্রতিবন্ধীর বাধা: মূল কারণ প্রবেশগম্যতা

তালেবানের দাবি: ৫৮ পাক সেনা হত্যা, সীমান্ত বন্ধ

নতুন রাজনৈতিক দলের তথ্য আবার যাচাই করবে ইসি

শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু সোমবার

নিরাপদ আবাসন: রাষ্ট্রের মূল দায়িত্ব

বন্দিদশার ভয়াবহ বর্ণনা দিলেন শহিদুল আলম

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে নিল সেনাবাহিনী

অনুষ্ঠান বন্ধ করায় উদীচীর ক্ষোভ, শাস্তি দাবি

নোবেলজয়ী মাচাদো: গণতন্ত্র, নারী নেতৃত্ব ও ত্যাগের প্রতীক

রাজনীতিতে নারীর ৫০% প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি

স্তন ক্যান্সার সচেতনতা দিবস: জেনে নিন, জেগে উঠুন

পরিবেশ কর্মীদের নিরাপত্তায় আইনি কাঠামো জরুরি: রিজওয়ানা

জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে এবারও শীর্ষে বাংলাদেশিরা