
ছবি: সংগৃহীত
আমি এমন একজন ময়নাপাখি চাই
যে, আমার চোখের ভাষা পড়তে পারে
না বলা কথা বুঝতে পারে,
কথায় কথায় মুখটা ভারি
রাগ অভিমান কষ্টগুলো
খুব যতনে সোহাগ দিয়ে
মুছতে পারে।
আমি এমন একটা ময়না পাখি চাই।
না.. না.. সে দেখে বলবে না যখন- তখন
তোমার চোখটা সুন্দর, মুখটা সুন্দর
তোমার হাসিটা খুব সুন্দর।
আমি শুনতেও চাইনা তার মুখে
এমন মন ভোলানো কথা
আমি চাই, সে বলুক -
তোমাকে হাসতে দেখলে ভালো লাগে,
ভীষণ ভালো লাগে
একসাথে হাজার টা প্রজাপতি পাখনা মেলে।
মনটা কেমন দোদুল দুল দোলে।
তোমার মুখে যেনো এই হাসিটা চিরকাল ধরে রাখতে পারি।
দুঃখ গুলো আড়াল করে দগ্ধ ঘায়ের মলম হতে পারি।
হ্যাঁ আমি এমন একজন ময়না পাখি চাই।
আমি এমন একজন ময়না পাখি চাই..
সে বলুক - ঝড় আসুক,
তুফান আসুক
জীবনের প্রতিটা কঠিন মুহূর্তে
আমাকে তোমার পাশে পাবে
আমি তোমার হাতটা এমনি শক্ত করে রাখবো ধরে ।
তোমার শিরায় শিরায় রক্তে রবো
তোমাতেই আমি বিলীন হবো।
লোকে যদি এর নাম দেয় ভালোবাসা
তবে ভালোবাসি তোমায়
যদি বলে এ প্রেম সর্বনাশার
তবে আমার সর্বস্ব উজাড় করে
আমিই যে সে' প্রেমিক তোমার।
হ্যাঁ আমি এমন একটি ময়না পাখি চাই।
যার সকালের চায়ের কাপের চুমুক হবো
রাত দুপুরে আদর মাখা চাদর হবো
রক্ত ঝরে ভালোবাসার গোলাপ হবো
বুকের বামের ওঠা নামার কারণ হবো
হ্যাঁ,আমি ঠিক এমন একটাই ময়না পাখি চাই।
সকাল সাঁঝে, কাজের ফাঁকে
খুনসুটি আর সোহাগ চাই।
আমি এমন একটা ময়না পাখি চাই।
হ্যাঁ, আমি এমন মনের মানুষ চাই।
//জ//