ঢাকা, বাংলাদেশ

রোববার, , ১১ মে ২০২৫

English

সাহিত্য

একটা ময়না পাখি চাই

শরীফ অনিম

প্রকাশিত: ১৮:৩৬, ৮ জুন ২০২৩; আপডেট: ১৮:১৩, ৯ জুন ২০২৩

একটা ময়না পাখি চাই

ছবি: সংগৃহীত

আমি এমন একজন ময়নাপাখি চাই
যে, আমার চোখের ভাষা পড়তে পারে
না বলা কথা বুঝতে পারে,
কথায় কথায় মুখটা ভারি
রাগ অভিমান কষ্টগুলো
খুব যতনে সোহাগ দিয়ে
মুছতে পারে।

আমি এমন একটা ময়না পাখি চাই।
না.. না.. সে দেখে বলবে না যখন- তখন
তোমার চোখটা সুন্দর, মুখটা সুন্দর
তোমার হাসিটা খুব সুন্দর।
আমি শুনতেও চাইনা তার মুখে

এমন মন ভোলানো কথা
আমি চাই, সে বলুক -
তোমাকে হাসতে দেখলে ভালো লাগে,
ভীষণ ভালো লাগে
একসাথে হাজার টা প্রজাপতি পাখনা মেলে।
মনটা কেমন দোদুল দুল দোলে।

তোমার মুখে যেনো এই হাসিটা চিরকাল ধরে রাখতে পারি।
দুঃখ গুলো আড়াল করে দগ্ধ ঘায়ের মলম হতে পারি।
হ্যাঁ আমি এমন একজন ময়না পাখি চাই।

আমি এমন একজন ময়না পাখি চাই..
সে বলুক - ঝড় আসুক,
তুফান আসুক 
জীবনের প্রতিটা কঠিন মুহূর্তে
আমাকে তোমার পাশে পাবে
আমি তোমার হাতটা এমনি শক্ত করে রাখবো ধরে ।
তোমার শিরায় শিরায় রক্তে রবো 
তোমাতেই আমি বিলীন হবো।

লোকে যদি এর নাম দেয় ভালোবাসা
তবে ভালোবাসি তোমায়
যদি বলে এ প্রেম সর্বনাশার 
তবে আমার সর্বস্ব উজাড় করে
আমিই যে সে' প্রেমিক তোমার।

হ্যাঁ আমি এমন একটি ময়না পাখি চাই।
যার সকালের চায়ের কাপের চুমুক হবো
রাত দুপুরে আদর মাখা চাদর হবো
রক্ত ঝরে ভালোবাসার গোলাপ হবো
বুকের বামের ওঠা নামার কারণ হবো

হ্যাঁ,আমি ঠিক এমন একটাই ময়না পাখি চাই।
সকাল সাঁঝে, কাজের ফাঁকে
খুনসুটি আর সোহাগ চাই।
আমি এমন একটা ময়না পাখি চাই।
হ্যাঁ, আমি এমন মনের মানুষ চাই।
 

//জ//

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আ. মালেক আর নেই

নবাবগঞ্জে ফ্যান লাগাতে গিয়ে যুবকের মৃত্যু 

‘নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে’

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

বেনাপোল পৌর জামায়াতের কর্মী সম্মেলন

কোনো দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না: কাদের সিদ্দিকী

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় ৩৯.৯ ডিগ্রি

দেশে বজ্রপাতে একদিনে ১০ প্রাণহানি

ভুটানকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

মিথ্যা সংবাদের প্রতিবাদ পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে সংগঠন নিষিদ্ধের বিধানযুক্ত

শেয়ারবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

লঞ্চে দুই তরুণীকে মারধর: ২৫ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি রেজাউল