ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৩ অক্টোবর ২০২৫

English

বিনোদন

পরিপূর্ণ নায়ক, যাকে ববিতা আজও স্মরণ করেন

প্রকাশিত: ১৮:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৫; আপডেট: ১৯:০২, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পরিপূর্ণ নায়ক, যাকে ববিতা আজও স্মরণ করেন

ছবি: নায়িকা ববিতা

ঢাকাই চলচ্চিত্রের চিরসবুজ নায়ক জাফর ইকবাল, যিনি ১৯৭০-৮০ দশকে দর্শকের মনে এক অনন্য ছাপ রেখেছেন। সেই সময়ের সিনেমায় তার ফ্যাশন, স্টাইল এবং ব্যক্তিত্ব ছিল চোখে পড়ার মতো সমসাময়িক নায়কদের তুলনায় অনেকটাই এগিয়ে। স্টাইলিশ অভিনয় ও প্রভাবশালী উপস্থিতির কারণে তিনি তখনকার দর্শকপ্রিয় নায়কদের মধ্যে সবচেয়ে আলোচিত। আজও তার ভক্তরা তাকে স্মরণ করে, এবং বাংলার সিনেমা জগতে তিনি স্টাইলের প্রতীক হিসেবে পরিচিত।

জাফর ইকবাল তার সময়ের অনেক নায়িকার সঙ্গেই জুটিবদ্ধ হয়ে সিনেমায় কাজ করেছিলেন। তবে ববিতার সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছিলেন। তারা প্রায় ৩০টি সিনেমায় জুটি হয়েছিলেন। যার সুবাদে দু’জনের মধ্যে চিল চমৎকার এক রসায়ন।

সেই সম্পর্ক কী শুধুই পেশাদারিত্বেই সীমাবদ্ধ ছিল নাকি ভালোবাসায় রূপ নিয়ে ছিলো স্বয়ং চিত্রনায়িকা ববিতাই এক সাক্ষাৎকারে তা ভক্তদের পরিষ্কার করে জানিয়েছেন।

ববিতা বলেন, ‘জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতাম। খুবই স্মার্ট, গুড লুকিং ছিল সে। আমি তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসত। শুটিংয়ের অবসরে অথবা নানা আড্ডায় আমাকে গান শেখাত। আমরা দুজন গিটার বাজিয়ে ইংরেজি গানের চর্চা করতাম।’

বর্ণাঢ্য অভিনয় জীবনে ববিতা অনেক কিংবদন্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করলেও তার পছন্দের নায়ক জাফর ইকবাল। 

ববিতা বলেন, ‘অনেক বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করেছি। আমাদের নায়করাজ রাজ্জাক ভাই, ফারুক, সোহেল রানাসহ আরো অনেকের অভিনয়ে আজও মুগ্ধ হয়েছি। ভারতের সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও অভিনয় করেছি। কিন্তু আমার পছন্দের নায়ক ছিল জাফর ইকবাল। তার কিছু জিনিস আমাকে বরাবরই মুগ্ধ করত। তিনি সুদর্শন ছিলেন। তার অভিনয় সাবলীল। তার কণ্ঠ, ব্যক্তিত্ব, ফ্যাশন সচেতনতা, রুচিবোধ চমৎকার। খুব ভালো ইংরেজি গান গাইতে পারতেন। গিটার বাজিয়ে ওর মুখে ইংলিশ গান শোনাটা আমাদের সময়কার যেকোনো মেয়ের জন্য স্বপ্নের একটি মুহূর্ত। ওর মতো পরিপূর্ণ কোনো নায়ক আমাদের চলচ্চিত্রে আসেনি।’

কোনো এক কারণে ভেঙে যায় জাফর ইকবাল ও ববিতার প্রেম। ওই সময়ে গুঞ্জন ছড়িয়েছিল যে, ববিতার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান জাফর ইকবাল। যা তার পারিবারিক জীবনেও প্রভাব ফেলে। পরবর্তীতে মদ্যপানসহ অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে ক্যানসারে আক্রান্ত হন এ নায়ক এবং ১৯৯২ সালের ৮ জানুয়ারি মারা যান তিনি।  

উল্লেখ্য, জাফর ইকবাল ক্যারিয়ার শুরুটা গান দিয়ে। ‘রোলিং স্টোন’ নামে একটি ব্যান্ডও ছিল তার। পরবর্তীতে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন প্লেব্যাক গায়ক হিসেবে। ১৯৬৯ সালে ‘আপন পর’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় অভিষিক্ত হন। এরপর দেড় শতাধিক সিনেমায় কাজ করেন।

ইউ

রাসূল (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরতে তরুণদের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান

রাতে নয়, এবারের ভোট দিনে হবে: ধর্ম উপদেষ্টা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে সাইফের বিশাল লাফ, রিশাদের উন্নতি

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

কফিপ্রেমীদের বিশেষ দিন

সম্মান ও সুরক্ষার পথে প্রবীণদের প্রতি করণীয়

সহিংসতার শিকার শিশুদের পাশে ‘চাইল্ড হেল্প লাইন’

কানাডায় বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে চলছে শারদীয় দুর্গোৎসব

রোহিঙ্গা সংকটে টেকসই সমাধান ও অর্থায়ন চায় বিডিআরসিএস

মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করা আমাদের অঙ্গীকার: শিক্ষা উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার

রোহিঙ্গা সংকটের উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: ইউএনএইচসিআর প্রধান

পাহাড়ে অস্থিতিশীলতা ’জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী

দাখিল নবমে ভর্তির বয়স শিথিল

নিবন্ধনের শর্ত পূরণ করলো এনসিপিসহ দুই দল: ইসি