
ফাইল ছবি
অভিনয় ও সমাজকর্মের জগতের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা এবার জীবনে এক নতুন অধ্যায় যোগ করলেন। তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
সোমবার (২৫ আগস্ট) রাতেই মিথিলা ফেসবুকে নিজের এই অর্জনের খবর জানান। তিনি লিখেন, “অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বিত মনে জানাচ্ছি যে, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি। এটি আমার পাঁচ বছরের পরিশ্রমের ফল।”
মিথিলা আরও উল্লেখ করেন, “এই যাত্রায় আমাকে সামলাতে হয়েছে পূর্ণকালীন পেশাগত জীবন, অভিনয়ের কাজ এবং পারিবারিক দায়িত্ব—তবুও আমি পিএইচডির পথচলায় অগ্রসর হতে পেরেছি। এটি আমাকে ধৈর্য ও দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে।”
তিনি পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তাদের অকুণ্ঠ সমর্থন ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। আজ থেকে গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি ব্যবহার করতে পারব, যা আমি নিজ শ্রম ও নিষ্ঠার মাধ্যমে অর্জন করেছি।”
এবার থেকে মিথিলার নাম হবে ড. রাফিয়াত রশিদ মিথিলা, একজন অভিনেত্রী, সমাজকর্মী ও শিক্ষাবিদ—সব মিলিয়ে এক অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব।
ইউ