
ছবি: উইমেনআই২৪ ডটকম
বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং শিল্পকলাকে সমাজের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করে চলেছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের আয়োজনে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের ভার্চুয়াল-রিয়ালিটি ট্যুর বা প্রদর্শনী দেখানোর কার্যক্রম চলছে। এই কার্যক্রমের অংশ হিসাবে ভি-আর এ “৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী”, ‘পোস্টারে জুলাই অভ্যুত্থান’ ও “জুলাইয়ের বীর কন্যা” শীর্ষক প্রদর্শনী তিনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখানো হচ্ছে।
সোমবার (৫ মে) রাজধানীর কালশী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে ভি আর প্রদর্শনীর আয়োজন করা হয়। ১ মে মীরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ও ৩০ এপ্রিল রোজ গার্ডেন গ্রামার স্কুলে এই প্রদর্শনী দেখানো হয়।
এরপূর্বে স্পন্দন বিদ্যালয় কল্যাণপুর শাখায় ২ মার্চ , মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৭ ফেব্রুয়ারি , ব্লুমিং সান স্কুলে ২৪ ফেব্রুয়ারি , লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (স্কুল শাখা )-এ ২৩ ফেব্রুয়ারি , আইডিয়াল মডেল প্রাথমিক বিদ্যালয়ে ২০ ফেব্রুয়ারি এবং একরামুন্নেছা গার্লস হাই স্কুলে ১৯ ফেব্রুয়ারি ভি-আর প্রদর্শনীর আয়োজন করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে, ১৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে, ১৬ ফেব্রুয়ারি শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, ৯ ফেব্রুয়ারি কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজে, ৬ ফেব্রুয়ারি রামপুরা হাই স্কুলে এবং ৫ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এই প্রদর্শনী দেখানো হয়েছে।
ভি-আর (ভার্চুয়াল রিয়ালিটি) প্রদর্শনীসমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের নতুনতর তথ্য প্রযুক্তি এবং বাংলাদেশের সমসাময়িক শিল্পকলায় অভিজ্ঞ করে তোলার ক্ষেত্রে সহায়ক হবে, যা শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও সৃজনশীল মনন বিকাশে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে ।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ১৯ ডিসেম্বর এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে “৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য” প্রদর্শিত হয়। বাংলাদেশের ১৫০ জন শিল্পীর ১৭৮টি ভাস্কর্য নিয়ে জাতীয় চিত্রশালা গ্যালারীতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশের সমকালীন ভাস্কর্য চর্চা ও সমসাময়িক শিল্পচর্চার নানা বৈশিষ্ট্য এবং ঐতিহ্যবাহী নানা মাধ্যম ও কলাকৌশলের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। এটিকে স্থায়ীভাবে সংরক্ষণের নিমিত্তে ভার্চুয়াল রিয়ালিটি (ভি-আর) এর মাধ্যমে পূন:নির্মাণ করা হয়েছে, যাতে দেশ ও দেশের বাইরে প্রত্যন্ত অঞ্চল থেকেও সাধারণের কাছে সহজেই এর ভার্চুয়াল প্রদর্শনী দেখা ও সম্পৃক্ত করার সুযোগ মেলে।
ভি-আর এর মাধ্যমে ‘পোস্টারে জুলাই অভ্যুত্থান’ বৈষম্যহীন কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত সময়ে শিল্পী দেবাশিস চক্রবর্তীর ডিজিটাল ড্রইং-এ নির্মিত শতাধিক পোস্টার থেকে বাছাইকৃত ২০টি পোস্টার নিয়ে লাইভ এবং এ-আর (অগমেন্টেড রিয়ালিটি) ও ভি-আর (ভারচুয়াল রিয়ালিটি) প্রদর্শনী তৈরী করা হয়েছে। প্রদর্শনী জাতীয় চিত্রশালার ৫ নম্বর গ্যালারীতে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় গত ৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত প্রদর্শিত হয়। এ ধরনের প্রদর্শনীতে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে দর্শক পোস্টারগুলোর কনটেক্সট ও পরিপ্রেক্ষিতের নানা ভিডিও ফুটেজ, নিউজ ও তথ্যের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত জানার সুযোগ তৈরি করবে।
‘ঐ নূতনের কেতন ওড়ে’ শীর্ষক ভি আর প্রদর্শনীর মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী দেয়াললিখন ও দেয়ালচিত্রের আন্দোলনসহ, আলোকচিত্রে আন্দোলনের প্রামাণ্য দলিল তুলে ধরে বহুমাত্রিক একটি আর্কাইভ গড়ে তোলার প্রাথমিক প্রয়াস হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রদর্শনীগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে স্থায়ীভাবে সংরক্ষণ করেছে একাডেমির প্রযোজনা বিভাগ। ঐ নূতনের কেতন ওড়ে প্রদর্শনীটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে স্থায়ীভাবে আর্কাইভ করে ১৫ - ২৬ মার্চ পর্যন্ত জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারী তে প্রদর্শিত হয়।
ইউ