ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২৭ অক্টোবর ২০২৫

English

সারাদেশ

উখিয়ায় কুটির শিল্প ও বস্ত্র মেলা পরিদর্শনে বিপিজেএফ

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:১০, ৯ ফেব্রুয়ারি ২০২৫

উখিয়ায় কুটির শিল্প ও বস্ত্র মেলা পরিদর্শনে বিপিজেএফ

সংগৃহীত ছবি

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত কক্সবাজারের উখিয়ায় মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলা পরিদর্শন করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

গতকাল রাতে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী এ মেলাস্থল পরিদর্শন শেষে আলোচনা সভায় যোগদেন কেন্দ্রীয় নেতারা। বিপিজেএফ উখিয়া উপজেলা শাখার সভাপতি আরফাত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিপিজেএফের  কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, আমানুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচ  সেলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়–য়া, সাংস্কৃতিক সম্পাদক, আমিনুল হক আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আজমেরী সুলতানা।


অনুষ্ঠানে বিপিজেএফ সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) বলেন, উখিয়ার মানুষ মানবতার জন্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছেন। এক কথায় মানবতার জন্য উখিয়া বিশ্বের কাছে পরিচিত। আয়োজিত মেলা উৎসব মুখর পরিবেশে চলছে যা উখিয়ার ইতিহাসে অন্যন্য। সাংবাদিকতার পাশাপাশি এমন আয়োজন আসলেই প্রশংসার দাবিদার।


বিপিজেএফ সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, রোহিঙ্গাদের   সেদিনগুলোর ভয়াবহ চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিল উখিয়ার সাংবাদিকরা। এদিকে দীর্ঘদিন পর মেলা অনুষ্ঠিত হওয়ায় সন্ধ্যায় যেমন মানুষ বিনোদন উপভোগ করছে তেমনি একত্রিত হচ্ছে। এছাড়াও মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। এসময় বিপিজেএফ উখিয়া উপজেলা কমিটিকে মডেল ঘোষণা করে প্রশংসাপত্র প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।


এতে বিপিজেএফ উখিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল আজিজ, সহ-সভাপতি আব্দুল আল জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নেছা তানিয়া, কোষাধ্যক্ষ এইচকে রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক  রাহাত, দপ্তর সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, আলাউদ্দিন সহ মেলায় আগত বিভিন্ন  শ্রেণী পেশার হাজার হাজার নারীপুরুষ অংশগ্রহন করেন।

//এল//

দেশে ফের কমল স্বর্ণের দাম

উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ: তথ্য উপদেষ্টা

২৯ বছর পর উন্মোচনের পথে ‘ঠান্ডা মাথার হত্যাকাণ্ড’

সালমান শাহ মামলা: ২৯ বছর পর নতুন তদন্তের মোড়

মেট্রোরেল দুর্ঘটনা তদন্তে উচ্চ কমিটি গঠন

ডন-সামিরা লাপাত্তা, মোবাইল ফোনও বন্ধ

উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু

ফার্মগেটে দুর্ঘটনা: প্রাণহানির পরিবারের পাশে মেট্রোরেল

একক নামে সিমকার্ড কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেট্রোরেলের প্যাড পড়ে প্রাণহানি, ট্রেন চলাচল বন্ধ

উদীচীর সভাপতি রতন সিদ্দিকী, সম্পাদক কংকন নাগ

চৌদ্দগ্রামে সালিশে নারীকে প্রকাশ্যে মারধর: ব্লাস্টের নিন্দা

সাইবার হয়রানির শিকার নারীরা, ডিপ্রেশনে ভোগেন অনেকে

তরুণ রাজনীতিকদের সংলাপ: গণতন্ত্র ও স্থিতিশীলতার তাগিদ

আইএলও’র ৩ চুক্তিতে সই, বাস্তবায়নের তাগিদ ’নারীপক্ষ’র