
সংগৃহীত ছবি
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস, আর শুরুতেই সাফল্য এনে দেন তার বোলাররা।
পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৪১ রান, তবে এর মধ্যেই তারা হারায় গুরুত্বপূর্ণ চারটি উইকেট।
ইনিংসের প্রথম ওভারে ফখর জামান শেখ মেহেদীর বলে ক্যাচ দেন, তবে সেটি তালুবন্দি করতে পারেননি তাসকিন আহমেদ। জীবন পাওয়ার পর আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন ফখর।
তবে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে জবাব দেন তাসকিন। মাত্র ৪ বলে ৬ রান করা সায়েম আইয়ুবকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। এরপর মেহেদী হাসান তুলে নেন দ্বিতীয় উইকেট।
এরপর আঘাত হানেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। মাত্র ৯ বল খেলে ৩ রান করা অধিনায়ক আগা সালমান ও রানের খাতা খুলতে না পারা হাসান নেওয়াজকে ফেরান তাঁরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান ১০ ওভার শেষে ৬৬/৫ স্কোরে ব্যাট করছে।
//এল//