
ছবি সংগৃহীত
রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে একটি গণজমায়েত শুরু হয়েছে।
শনিবার (১০ মে) বেলা ৩টার পর থেকে এই কর্মসূচিতে যোগ দেন ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
গণজমায়েতের অংশ হিসেবে শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ অন্যান্য নেতারা। তারা সুশৃঙ্খলভাবে সড়কের ওপর বসে পড়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন 'আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে', 'লীগ ধর, জেলে ভর', 'ব্যান ব্যান, আওয়ামী লীগ' ইত্যাদি।
৮ মে (বৃহস্পতিবার) রাত থেকে শুরু হওয়া এই আন্দোলন শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে চলতে থাকে। পরে বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা সেখানে যোগ দেন।
বিকাল ৪টা ৩৫ মিনিটে হাসনাত আবদুল্লাহ 'শাহবাগ ব্লকেডের' ঘোষণা দেন এবং মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন। তিনি সাংবাদিকদের জানান, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করার তিন দফা দাবিতে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে, শনিবার দুপুরে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক আইডিতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।