
ফাইল ছবি
চরম উত্তেজনার পর ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও খালিজ টাইমস এই খবর নিশ্চিত করেছে।
ট্রাম্প বলেন, ‘উভয় দেশই সংলাপের মাধ্যমে উত্তেজনা হ্রাসে সম্মত হয়েছে এবং কোনো সামরিক অভিযানে আর এগোবে না।’
এর আগে পাকিস্তানের জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং এটি যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। তবে ভারতকেই অবশ্যই সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে।’
গত কয়েক সপ্তাহে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং পাল্টা প্রতিশোধ হিসেবে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
জবাবে পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও মিসাইল হামলায় হতাহতের খবর আসে বিভিন্ন সূত্র থেকে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন এবং জাতিসংঘ উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির এই সম্মতি পরিস্থিতিকে কিছুটা স্থিতিশীল করতে পারে, তবে স্থায়ী শান্তির জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করা জরুরি। আল-জাজিরা/খালিজ টাইমস/জিও টিভি
ইউ