
ছবি সংগৃহীত
ভারত ও পাকিস্তান শনিবার (১০ মে) বিকাল ৫টা থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
তিনি জানিয়েছেন, ভারতীয় সময় বিকাল ৫টা থেকে উভয় দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী সব ধরনের গুলি ও সামরিক অভিযান বন্ধ রেখেছে। বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) শনিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমও-কে ফোন করেন এবং সেখানেই দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
চুক্তি অনুযায়ী, সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর সব ধরনের গোলাগুলি, বিমান হামলা ও নৌ অভিযান বন্ধ থাকবে। দুই দেশের সামরিক বাহিনীকে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র সচিব আরও জানান, দুই ডিজিএমও আবারও পরবর্তী আলোচনা করবেন আগামী সোমবার (১২ মে) ঠিক দুপুর ১২টায়।
এই সিদ্ধান্তের ফলে, কয়েকদিন ধরে চলা টানটান উত্তেজনার পর কিছুটা স্থিতিশীলতার আশা দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিবিসি.
ইউ