ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ৩০ জুলাই ২০২৫

English

বিচিত্র

৩৭ হাজার ফুট উচ্চতায় নগ্ন হয়ে উদ্দাম নাচ, অতঃপর...

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৩৮, ১১ জুন ২০২৫

৩৭ হাজার ফুট উচ্চতায় নগ্ন হয়ে উদ্দাম নাচ, অতঃপর...

সংগৃহীত ছবি

আকাশপথে চলা আন্তর্জাতিক ফ্লাইটে সাধারণত পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু সম্প্রতি এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট, যেখানে এক কেবিন ক্রু নিজের দায়িত্ব পালনের পরিবর্তে সম্পূর্ণ নগ্ন হয়ে বাথরুমে উদ্দাম নৃত্য করছিলেন।

গত ১ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল এই বিমানটি। উড়োজাহাজটি যখন ৩৭ হাজার ফুট উচ্চতায় আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ছিল, তখন হঠাৎ করেই বিমানকর্মীদের মধ্যে আলোড়ন শুরু হয়। এক পুরুষ কেবিন ক্রু নির্ধারিত সময়ে ডিউটিতে না আসায় তাকে খুঁজতে গিয়ে অন্য কর্মীরা এমন এক দৃশ্যের সম্মুখীন হন, যা রীতিমতো হতবাক করে দেয় সবাইকে। পুলিশ ইতোমধ্যে সেই বিমানকর্মীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, উড়োজাহাজটি মাঝ আকাশে উঠে যাওয়ার পরও সেই বিমানের কর্মী নিজের ডিউটিতে উপস্থিত হতে পারেননি। এর ফলে সময়মত খাবার ও পানীয় পরিবেশন না করায় সহকর্মীরা তাকে খুঁজতে বিমানে তল্লাশি করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সেই বিমানকর্মীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পাওয়া যায় কেবিনের বাথরুমে, সেখানে তিনি দিগ্বিদিকশূন্য হয়ে নাচছিলেন।

এই ঘটনায় সেই বিমানকর্মীর এক সহকর্মী সাংবাদিকদের বলেছেন, আমার মনে হয় তার যখন কাজ করার কথা, তিনি তখন কোনও ট্যাবলেট খেয়েছিলেন। এটা ভাবাই যায় না কীভাবে তিনি এমন করলেন। আটলান্টিক মহাসাগরের উপর মাটি থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ে যাচ্ছিল বিমানটি। কিন্তু এই মানুষটিকে দেখে অদ্ভুত লাগছিল।

তিনি জানান, নগ্ন সহকর্মীকে দেখা মাত্র অন্য কর্মীরা তার গায়ে বাড়তি ফার্স্ট ক্লাস পায়জামা ছুঁড়ে দেন, আর তারপর তারাই তাকে ফার্স্ট ক্লাস কামরায় নিয়ে যান। আর সেখানেই তাকে রেখে দেওয়া হয় বাকি সাড়ে দশ ঘণ্টার যাত্রার জন্য।

বিমান অবতরণ করার পরে তাকে মেডিকেল সাপোর্ট দেওয়া হয় এবং বিমান থেকে হুইলচেয়ারে করে বের করে আনা হয়। এরপরেই পুলিশ সেই বিমানকর্মীকে গ্রেপ্তার করে। 

ব্রিটিশ এয়ারওয়েজের এক কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করবে এবং তদন্তের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত ওই কর্মী কাজে যোগ দিতে পারবেন না।

কিছু দিন আগে ব্রিটিশ এয়ারওয়েজের এক তরুণী ক্রুকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। শ্রীলঙ্কায় ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ড মূল্যের গাঁজা পাচারের অভিযোগে শুক্রবার কলম্বোর একটি আদালতে পেশ করা হয়েছিল দক্ষিণ লণ্ডনের কুলসডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি-কে। ব্যাঙ্কক থেকে আসার পরে গত ১১ মে বন্দরনায়েকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি শ্রীলঙ্কার আদালতে বিচারাধীন।

//এল//

নারী, শিশু, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী সর্বাধিক ঝুঁকিতে

খালেদা জিয়া সুস্থ, নির্বাচনে অংশ নেবেন: মিন্টু

ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

নারী পোশাক শ্রমিকদের প্রজনন স্বাস্থ্যসেবায় ডিজিটাল মনিটরিং টুল

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তির পথে বাংলাদেশ

বিটিআরসির নতুন নীতি: ১০টির বেশি সিম বন্ধ

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ১৪ দেশে সুনামি সতর্কতা জারি

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু, আবেদন ফি ২২০ টাকা

মুন্নী সাহাকে দুদকের জিজ্ঞাসাবাদ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড

অন্তর্বর্তী সরকারের ’এক্সিট’ ভাবনা: দেবপ্রিয়

গঙ্গাচড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা: আসকের নিন্দা

বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তরিত করার প্রতি গুরুত্ব

চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর ভোট