ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১৩ অক্টোবর ২০২৫

English

জাতীয়

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও সহিংসতায় শিশু মৃত্যু

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ১৩ অক্টোবর ২০২৫

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও সহিংসতায় শিশু মৃত্যু

ছবি: উইমেনআই২৪ ডটকম

বাংলাদেশে প্রায় ১৭ থেকে ১৮ লাখ শিশুশ্রমে যুক্ত, যার মধ্যে প্রায় ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িত। এই পরিস্থিতি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। অন্যদিকে, ২০২৪ সালের জুলাইয়ে সহিংস দমন-পীড়নে নিহত ১ হাজার ৪০০ জনের মধ্যে ১৮০ জন শিশুর মৃত্যু রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থার বড় ধরনের ঘাটতি নির্দেশ করে। এই প্রেক্ষাপটে, শিশু অধিকার সুরক্ষা আন্দোলন প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগকে শক্তিশালী করার জোর দাবি জানিয়েছে সাতটি বেসরকারি সংস্থা।


প্রতিবেদনের মূল অংশ (পয়েন্ট আকারে):

  • শিশুশ্রমের ভয়াবহতা:

    • দেশে প্রায় ১৭ থেকে ১৮ লাখ শিশুশ্রমে যুক্ত রয়েছে।

    • এর মধ্যে প্রায় ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িত, যা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

  • সহিংসতা ও শিশু মৃত্যু:

    • ২০২৪ সালের জুলাই মাসে সহিংস দমন-পীড়নে নিহত মোট ১ হাজার ৪০০ জনের মধ্যে ১৮০ জন শিশু রয়েছে।

    • বক্তারা এটিকে রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি হিসেবে চিহ্নিত করেছেন।

  • সেমিনার ও প্রতিপাদ্য:

    • আজ সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার : সমসাময়িক বাস্তবতা ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে এই দাবিগুলো উত্থাপন করা হয়।

    • ‘শিশুর কথা শুনব আজ/ শিশুর জন্য করবো কাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সেমিনার আয়োজিত হয়, যার মাধ্যমে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপনের উদ্বোধন করা হয়।

  • বিশেষজ্ঞদের বক্তব্য ও সুপারিশ:

    • আবদুল্লা আল মামুন (পরিচালক, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ): শিশু অধিকার ও সুরক্ষা জোরদারে ৪টি সুপারিশ তুলে ধরেন—শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধ, সমন্বিত উদ্যোগ, প্রান্তিক শিশুর অগ্রাধিকার, ন্যায্য বাজেট বরাদ্দ ও শিশু অধিদপ্তর গঠন। তিনি জানান, বাল্যবিয়ের কারণে ৪১ শতাংশ মেয়ে শিশু মাধ্যমিক শিক্ষা থেকে ঝরে যায়। এছাড়া, ৯৩ জন শারীরিক নির্যাতন ও ৬০ জন পথচারী দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় (যার মধ্যে ১২ জন ০-১২ বছর বয়সী) এবং ০-৬ বছর বয়সী ৬১ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

    • দিলারা বেগম (মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি): তিনি এই সময়ের শিশুদের সাথে অভিভাবকদের মনোজগতের দূরত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রতিটি বাবা-মাকে প্যারেন্টিং শিখতে ও শিশুর কথা শোনাকে একটি প্রশিক্ষণের বিষয় হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

    • রোকসানা সুলতানা (নির্বাহী পরিচালক, ব্রেকিং দা সাইলেন্স): তিনি জানান, অনেক শিশু পরিবারের সদস্যদের দ্বারাই যৌন নিপীড়নের শিকার হয়। তাদের উদ্দেশ্য হলো শিশু, অভিভাবক এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

    • ওয়াসিউর রহমান তন্ময় (মানুষের জন্য ফাউন্ডেশন): তিনি ব্যাটারি চালিত রিকশা চালনায় ১৮ বছরের নিচের শিশুদের ব্যবহার এবং জলবায়ু প্রভাবজনিত এলাকায় শিশুদের লেখাপড়া ও স্বাস্থ্যের ঘাটতি পূরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

    • মাহমুদুল হাসান শিশির (শিশু সুরক্ষা কমিটির সদস্য): তিনি নির্বাচনী প্রচার-প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনের কাছে মনিটরিং টিম গঠন করে প্রার্থিতা বাতিলের দাবি জানান।

  • শিশুশ্রম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী:

    • শিশু সুরক্ষা প্রোগ্রামের আওতায় বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও ফটো ভয়েসের যৌথ উদ্যোগে শিশু একাডেমি চত্বরে শ্রমজীবী শিশুদের ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

    • জাপানের একজন আলোকচিত্রী 'জীবন আমার ভাঙ্গারি দোকানে বন্দী', 'লবণ মাঠের শিশু শ্রমিক সাদেক' ইত্যাদি শিরোনামে শিশুশ্রমের চিত্র ক্যামেরাবন্দি করেছেন।

ইউ

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যান অ্যালি

ক্ষুধা নয়, অস্ত্রের পেছনে টাকা খরচ করছে বিশ্ব: ড. ইউনূস

১২ দিনে প্রবাসী আয় ১১৮ কোটি ডলার

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও সহিংসতায় শিশু মৃত্যু

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাভাবিক কার্যক্রম চলমান

ভোজ্যতেলের দাম নিয়ে দুঃসংবাদ

সাংবাদিক দিল মনোয়ারা মনুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন: চোরকে কয় চুরি কর, গৃহস্থকে কয় সজাগ থাক

১৫ জন সাংবাদিককে ’গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান

ঢাকা সেনানিবাসের ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা

স্ত্রী-কন্যাসহ ইসরায়েলে ট্রাম্প, ভাষণ দেবেন নেসেটে

স্কুল শিক্ষার্থীদের নিয়ে এমজেএফের কন্যা শিশু দিবস

পিআর’ আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: মির্জা ফখরুল

হজে যেতে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন