
ফাইল ছবি
গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে বহিরাগতরা স্বেচ্ছাসেবকদের নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে আসছিলো। এতে সোসাইটির স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়।
রবিবার (১২ অক্টোবর) সোসাইটির ম্যানেজিং বোর্ডের জরুরি সভায় বিষয়টি আলোচিত হয়। সভায় জাতীয় সদর দপ্তরের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সিদ্ধান্তের ভিত্তিতে ইতোমধ্যেই একজনকে তার চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি নিরপেক্ষ ও মানবিক সংস্থা হিসেবে সর্বদা সুশাসন, জবাবদিহিতা ও সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থাপনার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ইউ