ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ১৮ জুলাই ২০২৫

English

মতামত

শ্রীরামকৃষ্ণের হাসি-নিঃসম্বলের সম্বল

মধুরা ব্যানার্জি

প্রকাশিত: ১২:২৮, ১৬ জুন ২০২৫

শ্রীরামকৃষ্ণের হাসি-নিঃসম্বলের সম্বল

সংগৃহীত ছবি

আধুনিক যুগের খ্যাতনামা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মনে অধ্যাত্মচেতনা শৈশবে প্রকাশ পেলেও ভগবান আছেন- এ-বিশ্বাস তাঁর দৃঢ় ছিল না। শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত' এবং রোমাঁ রোলার দেখা 'The Life of Ramakrishna' বই দু-খানি পড়ে ভগবান যে আছেন এ বিশ্বাস তাঁর সুদৃঢ় হয়েছে। তাঁর লেখা সাহিত্যে এরপর থেকে শ্রীরামকৃষ্ণের বাণী, উপমা বেশ স্থান পেত। এ-সময়ে তিনি প্রায়ই বেলুড় মঠে যাতায়াত করতেন এবং বিভিন্ন সাধুদের সঙ্গে মিশতেন। তিনি যে একসময় শ্রীরামকৃষ্ণকেই ভগবান বলে বিশ্বাস করতেন তা তাঁর নিজের লেখা থেকেই জানা যায়। একদিন ছেলে বাবলুর জ্বরের জন্য তাঁর মন খুব খারাপ। ১৯ মে, ১৯৫০-এ তিনি লিখেছেন: "ভগবান রামকৃষ্ণ ও বিবেকানন্দের ছবির কাছে বাবলুর জন্যে প্রার্থনা করি। পেনিসিলিন নিয়ে যখন আসছি,তখন শুধুই ভাবছি বাবলুকে গিয়ে কেমন দেখব। বাড়ি এসে শুনি ফোঁড়া ফেটে গিয়ে জ্বর কমে গেছে। রামকৃষ্ণকে.... কি বলে কৃতজ্ঞতা জানাব, ভগবান তো বাবা তাকে কি জানাবো ..." 
শ্রীরামকৃষ্ণে তাঁর একনিষ্ঠ বিশ্বাস-ভক্তির এ এক জ্বলন্ত- নিদর্শন।

পরবর্তী কালে এই বিশ্বাস-ভক্তি এতই পাকা হলো যে, তিনি শ্রীরামকৃষ্ণকে জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করে তাঁর ফটো পূজা করে, ধ্যান করে তাঁকে জীবন্তই উপলব্ধি করেছেন। এক সময় বিভূতিভূষণের হৃদযন্ত্র ও কিডনি বিকল হয়ে পড়ে। মৃত্যুর পূর্বদিন মঙ্গলবার তিনি তাঁর স্ত্রী কল্যাণীদেবীকে ভেঙ্গে পড়তে দেখে বলছেন, তুমি অত অধীর হচ্ছ কেন? তিনি পরম পিতা, তিনি ডেকেছেন, আমার প্রয়োজন হয়েছে আমি যাচ্ছি। তোমারও প্রয়োজন অাসবে, তিনি ডাকবেন, তুমিও যাবে। এ তো শুধু এবাড়ি থেকে ওবাড়ি যাওয়া। এতে এত বিচলিত হওয়ার কি আছে? তিনি তো আমাদের সকলেরই পিতা। পরদিন বুধবার। বিভূতিবাবু তাঁর পরিচিত একজন স্বামীজীকে ডেকে পাঠালেন রামকৃষ্ণ মিশন থেকে। বললেন, “আর কেন স্বামীজী, নাম শোনান ঠাকুরের! বললেন, “আমাদের ওখানকার (সম্ভবত বেলুড় মঠের পুরনো মন্দিরে পূজিত বড় তৈলচিত্রখানি) সেই বড় ছবিখানার কথা মনে আছে? ঠাকুরের?" "নিশ্চয়!" দুহাত তুলে প্রণাম করলেন বিভূতিভূষণ।

ঐদিন মৃত্যুর পূর্বমুহূর্তেও তাঁর মুখে ছিল এক অদ্ভুত স্বর্গীয় হাসি। তাঁর শয্যাপাশ্বের ডাক্তারের স্বীকারোক্তি: 'বহু রোগীর মৃত্যু দেখেছিলাম। এ-হাসি কখনো কল্পনা পর্যন্ত করিনি। দেবতার হাসি

সেই বড় ছবিধানাতে শ্রীশ্রীঠাকুরের যে দিব্য হাসি যা তিনি দর্শন করেছেন, বিভূতিভূষণ শ্রীশ্রীঠাকুরের সেই ছবি নিজ হৃদয়ে ধ্যান করে এমন সম্পদে পরিপূর্ণ হয়েছেন যে, তাঁর মৃত্যু ছিল না। তাই এভাবে জীবনের অন্তিম লগ্নে অবিচল নির্ভয়ে পরম পিতার আহ্বান তিনি তাঁর সহযর্মিণীকে শুনিয়েছেন। হয়তো তিনি দেখছেন সংসারের পাপ-পঙ্কিল কর্মফল থেকে মুক্ত করে তাঁর ইষ্টদের ভগবান শ্রীরামকৃষ্ণ দু-হাত বাড়িয়েকোলে নিতে এসেছেন। তাই হয়তো শ্রীশ্রীঠাকুরের দিব্য হাসি দর্শনে তাঁকে নিশ্চিত নির্ভর করে অনাবিল হাসিতে ভরিয়ে দিয়েছে—যা উপস্থিত ডাক্তারেরও চোখে ধরা পড়ে।

//এল//

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ 

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা, আসামি ৪৭৫

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এবার কত পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা বলছে হোয়াইট হাউস

আজ মিলবে ফ্রি ইন্টারনেট, পাবেন যেভাবে

রাবি মেডিকেলের নাম ‌‘নাপা সেন্টার’ দিলেন শিক্ষার্থীরা

চড়া সবজির বাজার, কমেনি মরিচের দামও

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, নিয়োগ পাবে যত

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

থমথমে গোপালগঞ্জে আতঙ্ক, গ্রেপ্তার ২০

ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরও একজনের মৃত্যু

ড. ইউনূসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদের সাক্ষাৎ

ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ