
ফাইল ছবি
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানের কারণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যানবাহন চলাচলে বিশেষ ব্যবস্থা নিয়েছে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো চলাকালীন মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল সীমিত থাকবে।
প্রধান নির্দেশনা:
-
বন্ধ থাকবে: খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত সড়ক
-
বিকল্প রুট:
-
আড়ং ক্রসিং: মিরপুর/মোহাম্মদপুর থেকে আসা যান ধানমন্ডি-২৭ বা লেক রোড ব্যবহার করবে
-
খেজুর বাগান ক্রসিং: ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যান উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ব্যবহার করবে
-
ফার্মগেট ক্রসিং: ফার্মগেট থেকে মিরপুরগামী যান বিজয় সরণি-লেক রোড ব্যবহার করবে
-
এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ধানমন্ডিগামী যানবাহনকে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ
-
অনুষ্ঠান সূচি:
-
সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে কর্মসূচি
-
উল্লেখযোগ্য আয়োজন:
-
সকাল ১১টা থেকে বিকেল ৪:৪৫টা: সংগীত পরিবেশনা
-
বিকেল ৫টা: জুলাই ঘোষণাপত্র পাঠ
-
সন্ধ্যা ৭:৩০টা: বিশেষ ড্রোন শো
-
পার্কিং ব্যবস্থা:
-
আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করার অনুরোধ
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
ইউ