
ফাইল ছবি
দেশের আর্থিক খাত 'আইসিইউ থেকে কেবিন পেরিয়ে বাড়ি ফিরেছে' বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, গত এক বছরে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে।
প্রধান বক্তব্য:
-
অর্থ উপদেষ্টার মূল্যায়ন: "পূর্ববর্তী সরকারের অদক্ষতায় আর্থিক খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল"
-
সতর্কবার্তা: "সংস্কার রাতারাতি সম্ভব নয়, প্রতিষ্ঠান ও ব্যক্তিস্তরে দুর্নীতি গভীরে প্রোথিত"
-
সুসংবাদ: মূল্যস্ফীতি ৮% এ নেমে এসেছে, ৫% এ নামার পথে
গুরুত্বপূর্ণ তথ্য:
◼ জুলাই শহীদদের ৮৫২ পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা
◼ নতুন ব্যাংক কোম্পানি আইনের খসড়া অর্থ মন্ত্রণালয়ে
◼ ব্যাংক খাতকে ফ্যাসিবাদমুক্ত করতে বিচার দাবি
বিশেষজ্ঞ মতামত:
সাবেক ব্যাংকার মহিউদ্দিন আহমেদ বলেন, "খাতটি এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি, দোষীদের বিচার চাই।"
ইউ