ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ০৫ আগস্ট ২০২৫

English

বৃত্তের বাইরে

হাটহাজারী ছাত্রীকে জোরপূর্ব কতুলে নিয়ে বিয়ের ঘটনায় গভীর উদ্বেগ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৪, ৪ আগস্ট ২০২৫

হাটহাজারী ছাত্রীকে জোরপূর্ব কতুলে নিয়ে বিয়ের ঘটনায় গভীর উদ্বেগ

ফাইল ছবি

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে এবং সালিশে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সোমবার (৪ আগস্ট) নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে ৩ আগস্টের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাতে বলা হয়, গত ২৭ জুলাই রবিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্যাতনের শিকার ওই মেয়েকে একই এলাকার অভিযুক্ত রিফাত ও তার সহযোগী জাহিদ, বাদল, রিপন ও আবদুর রহমান নোয়াখালীর সুবর্ণচরে তুলে নিয়ে যায়। সেখানে রিফাত তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক রেজিস্ট্রি করে বিয়ে করতে বাধ্য করে। ছাত্রী বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করে এবং পুলিশের সহযোগিতায় ওই ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। গত ১ আগস্ট শুক্রুবার বিষয়টি সমাধানের জন্য সন্দ্বীপ কলোনীর এলাকায় দুই পক্ষকে নিয়ে সালিশ বসানো হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ছেলেপক্ষের লোকেরা সালিশে মেয়ের বাবাকে মারধর, ইট ও পাইপ দিয়ে বুকে-মুখে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ছাত্রীর বাবা ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ম্যাক্স কেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

বিবৃতিতে আরো বলা হয়, অষ্টম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে বাল্যবিবাহ এবং বেআইনী সালিশের মাধ্যমে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

দেশের বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাটে চলাচলের পথে নারী ও কন্যাদের প্রতি সহিংসতা এবং পরিবারের সদস্যদের হত্যাসহ বিভিন্ন ধরণের সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সংঘটিত ঘটনায় নারী ও কন্যাদের স্বাভাবিক জীবন যাপন ক্ষতিগ্রস্থ করার পাশাপাশি তাদের নিরাপত্তা হুমকীর সম্মুখীন। 

বিবৃতিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবন্থা গ্রহনসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছে। পাশাপাশি এ ধরণের ঘটনা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

ইউ

আর্থিক খাত আইসিইউ থেকে ফিরেছে: সালেহউদ্দিন

হাটহাজারী ছাত্রীকে জোরপূর্ব কতুলে নিয়ে বিয়ের ঘটনায় গভীর উদ্বেগ

সৃজিতের প্রতিবাদ: বাংলা ভারতের ভাষাও

এনসিপিকে ’কিংস পার্টি’ আখ্যা দিলেন টিআইবি নির্বাহী পরিচালক

জুলাই আন্দোলনে নিহত ১১৪ লাশ উত্তোলনের আদেশ

হার্টের রিংয়ের দাম কমালো সরকার

শব্দদূষণ নিয়ন্ত্রণে আলেম-উলামাগণের সহায়তা চায় সরকার: রিজওয়ানা

তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাসের দাবিতে স্বাক্ষর অভিযান

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

দম্পতিদের গ্রিন কার্ড নীতিমালা কঠোর করল যুক্তরাষ্ট্র

প্রধান উপদেষ্টা ’জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন মঙ্গলবার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

শেখ হাসিনার ’নো ট্রিটমেন্ট’ নির্দেশের সাক্ষী ইমরান

নারীর আত্মিক প্রশান্তির ঠিকানা সালাত

আমলা ও জবা: চুলের সৌন্দর্যে দুই অনন্য সহচর