
ফাইল ছবি
সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ ঘোষণা করে বিচার বিভাগের নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টে ফিরিয়ে দিয়েছেন। একইসঙ্গে তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের মূল বিষয়:
-
হাইকোর্টের বেঞ্চ: বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
-
অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাজনিত সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল।
-
পৃথক সচিবালয় গঠনে আর কোনো বাধা থাকল না।
মামলার প্রেক্ষাপট:
-
গত বছরের ২৫ আগস্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ ১০ জন আইনজীবী ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের দাবিতে রিট দায়ের করেন।
-
হাইকোর্ট রুল জারি করে জানতে চান—বর্তমান অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।
-
গত ১৩ আগস্ট চূড়ান্ত শুনানি শেষে আজ (২ সেপ্টেম্বর) রায় দেওয়া হয়।
আইনজীবীদের বক্তব্য:
-
রিট পক্ষে: অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
-
রাষ্ট্রপক্ষে: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
-
ইন্টারভেনর হিসেবে: অ্যাডভোকেট আহসানুল করিম।
প্রেক্ষাপট:
-
বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির হাতে ছিল।
-
তবে ১৯৭২ সালের মূল সংবিধানে এ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ছিল।
-
নির্বাহী বিভাগের প্রভাব বিচার বিভাগের স্বাধীনতার পথে বাধা হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত ছিল।
এই রায়ের ফলে বিচার বিভাগের স্বাধীনতা আরও সুসংহত হলো বলে মনে করছেন আইনজীবীরা।
ইউ