
ছবি সংগৃহীত
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী অবৈধ অভিবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে।
৯ আগস্ট (শনিবার) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলা অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩,৮৩৩ জন বসবাস আইন, ৪,৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩,৬১৫ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন। এছাড়া, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১,৬৪০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৩৫% ইয়েমেনি ও ৬৪% ইথিওপিয়ার নাগরিক। অবৈধভাবে দেশত্যাগের চেষ্টাকারী ৪৮ জনও আটক হন।
সৌদি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে ২৩,৬৩০ জন আটক রয়েছেন, যাদের মধ্যে ২০,৬০১ জন পুরুষ ও ৩,০২৯ জন নারী। ইতিমধ্যে ১৬,১৬২ জনকে তাদের respective দূতাবাসে হস্তান্তর করা হয়েছে, ৩,১৩৬ জন ডিপোর্টেশনের অপেক্ষায় রয়েছেন এবং ১১,০৫৮ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
সৌদি আইন অনুযায়ী, অবৈধ অভিবাসন, পাচার বা এতে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২.৭ কোটি টাকা) জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্তসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।
ইউ