
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও সুগম করতে একটি ব্যবহারকারীবান্ধব 'ইলেকশন অ্যাপ' চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৯ আগস্ট (শনিবার) রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অ্যাপটিতে নির্বাচনী প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের অবস্থান, নিয়মিত আপডেট এবং অভিযোগ প্রদানের সুবিধা অন্তর্ভুক্ত হবে। টেলিযোগাযোগ ও আইসিটি বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদের পরিকল্পনা উপস্থাপনের পর অ্যাপটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
এ উদ্যোগের মাধ্যমে ভোটারদের তথ্যপ্রাপ্তি ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
ইউ