
ছবি সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে জয়লাভ করে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ।
রবিবার (১০ আগস্ট) লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপের চূড়ান্ত ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে সাগরিকারা। ড্র করলেই প্রথমবারের মতো টুর্নামেন্টের মূল পর্বে উত্তীর্ণ হবে বাংলাদেশ।
বর্তমান পয়েন্ট টেবিলে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া উভয়ই ৬ পয়েন্টে সমান। তবে ১১ গোল করে বাংলাদেশ শীর্ষে থাকলেও দক্ষিণ কোরিয়ার গোল সংখ্যা ১০। তাই শেষ ম্যাচে সমতায় খেলাটি ইতিহাসের মুখোমুখি দাঁড় করিয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশের একাদশ: স্বর্ণা রানী (গোলরক্ষক), নাবিরান খাতুন, জয়নব রিতা, আফঈদা খন্দকার (অধিনায়ক), স্বপ্না রানী, সাগরিকা, তৃষ্ণা রানী, মুনকি আক্তার, সিনহা জাহান শিখা, পূজা দাস ও শান্তি মার্ডি।
ম্যাচটির ফলাফল বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি মাইলফলক হয়ে থাকতে পারে বলে আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।
ইউ