
ছবি সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে গোলাম রব্বানীর দল এখনো টুর্নামেন্টের মূলপর্বে খেলার আশা ধরে রেখেছে।
ম্যাচের শুরুটা ছিল স্বপ্নের মতো। ১৫ মিনিটে শ্রীমতি তৃষ্ণা রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ছয় মিনিট পর জিওং জিওনের গোলে সমতা ফেরায় কোরিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কোরিয়া। ৪৮ মিনিটে চো হিয়েয়ংয়ের গোলে এগিয়ে যায় তারা। এরপর ৬০ মিনিটে অধিনায়কের দ্বিতীয় গোল, ৮৭ মিনিটে লি হেয়ুনের পেনাল্টি, ৯০ মিনিটে তার হ্যাটট্রিক সম্পূর্ণ এবং যোগ করা সময়ে (৯০+৬’) জিন হায়েরিনের গোল নিশ্চিত করে কোরিয়ার বড় জয়।
এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কোরিয়া। বাংলাদেশ তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। গোল ব্যবধান +৫ থাকায়, অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করছে তাদের মূলপর্বে খেলার ভাগ্য। স্পোর্টস্টার
ইউ