ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২৯ অক্টোবর ২০২৫

English

বিনোদন

বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক হ্যাট’

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২২:০২, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক হ্যাট’

বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক হ্যাট’

গানের তালে নৃত্যের নান্দনিক ছন্দ, সঙ্গে নিজস্ব সাজপোশাক। মাথায় চিরচেনা হ্যাট। হ্যাঁ, বলা হচ্ছে বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের কথা। যার নাচ ও গানে বুঁদ হয়ে থাকত দর্শক-শ্রোতারা।


১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় কালো রঙের হ্যাটটি পরে ‘মুনওয়াক’ নেচেছিলেন জ্যাকসন। অবশেষে সেই হ্যাটটি (টুপি) বিক্রি হয়ে গেল ৭৭ হাজার ৬৪০ ইউরোয়। অর্থাৎ ৯০ লাখ ৬৮ হাজার ৩৫২ টাকায়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্যারিসে অনুষ্ঠিত হয় জ্যাকসনের মুনওয়াক হ্যাটের নিলাম। হোটেল দ্রুও নিলাম হাউস কালো রঙের এই ফিদোরো টুপিটির দর বেঁধে দিয়েছিল ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো। প্রায় ২০০ রক স্মৃতিচিহ্নের মধ্যে সর্বোচ্চ দামি ছিল ব্লুজম্যান টি-বোন ওয়াকারের ব্যবহৃত গিটার, যেটির দাম ধরা হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৪০০ ইউরো।

এ প্রসঙ্গে নিলাম হাউসটির সহ-সংগঠক পেরল বলেন, সে ব্যক্তি মনে করেছিল কনসার্টসংশ্লিষ্ট কেউ এসে হ্যাটটি নিয়ে যাবে। কিন্তু হ্যাট কেউ নেয়নি এবং এরপর অজ্ঞাত সে ব্যক্তির কাছ থেকে হ্যাটটি আগ্রহী কয়েকজন সংগ্রাহকের হাত ঘুরেছে।

ঐতিহাসিক সংগীত স্মৃতিচিহ্ন এখন লাভজনক শিল্পে পরিণত হয়েছে। সেপ্টেম্বরজুড়ে হোটেল দ্রুও’র আয়োজনে একটি সিরিজ নিলাম অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছে প্রায় ২০০ রক স্মৃতিচিহ্ন। মাইকেল জ্যাকসনে হ্যাটটি ছাড়াও এতে ছিল ‘বোহিমিয়ান র‌্যাপসোডি’খ্যাত কিংবদন্তি গায়ক ফ্রেডি মার্কারির পিয়ানো। সেটি বিক্রি হয়েছিল প্রায় ৩০ লাখ টাকায়।

প্রসঙ্গত, ১৯৫৮ সালে জন্ম নেওয়া মাইকেল জ্যাকসনের গানের শুরু ৫ বছর বয়সে। ২০০৯ সালের ২৫ জুন না ফেরার দেশে পাড়ি জমান তিনি। পৃথিবীতে তিনি না থাকলেও তার সৃষ্টির মাধ্যমে ভক্ত হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন বিশ্বসংগীতের এই কিংবদন্তি।

সূত্র : এনডিটিভি

//এল//

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী ডেঙ্গুতে মারা গেছেন

ফেব্রুয়ারির নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ জরুরি: পরিবেশ উপদেষ্টা

সম্প্রীতি সংলাপে’ ঐক্য ও বৈচিত্র্য রক্ষার ডাক

বয়স্ক ভাতা প্রদানে স্বচ্ছতা আনবে প্রযুক্তি: উপদেষ্টা শারমীন

সুবর্ণচরের চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব

এসএমই অর্থায়ন ও বাজার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

সালমান শাহ হত্যা: নীরবতা ভেঙে বিচার চাইলেন শাবনূর

সালমান শাহ হত্যা মামলা: দু’এক দিনের মধ্যেই আত্মসমর্পণ করবেন ডন

ইন্টারন্যাশনাল এজেন্সি ’প্রেসেঞ্জা’-এর ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করা হচ্ছে: রিজওয়ানা