ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২৮ অক্টোবর ২০২৫

English

জাতীয়

জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ জরুরি: পরিবেশ উপদেষ্টা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৬, ২৮ অক্টোবর ২০২৫

জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ জরুরি: পরিবেশ উপদেষ্টা

ছবি: উইমেনআই২৪ ডটকম

জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উন্নত দেশগুলো যদি তাদের জলবায়ু রোধে অবদান না বাড়ায়, তবে বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর টিকে থাকার পথ বন্ধ হয়ে যাবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘রোড টু বেলেম কপ৩০ : পিপল লেড পলিসি—বাংলাদেশ পজিশন @COP30’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জলবায়ু অর্থায়ন ও ন্যায্যতার প্রশ্ন

উপদেষ্টা রিজওয়ানা হাসান জলবায়ু ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে আরও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন,

  • ক্ষতিপূরণ যথেষ্ট নয়: জলবায়ু পরিবর্তনের ক্ষতি কেবল অর্থ দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। অর্থ দিয়ে নদীভাঙন, জীববৈচিত্র্য হ্রাস কিংবা মানুষের জীবনের নিরাপত্তা ফিরিয়ে আনা যায় না।

  • উন্নয়ন দর্শনে পরিবর্তন: তিনি উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জলবায়ু ঝুঁকিকে কেন্দ্রীয়ভাবে বিবেচনায় নেওয়ার ওপর জোর দেন। তিনি মনে করেন, এখনই জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তখন মানবিক বা টেকসই থাকবে না।

মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপের আহ্বান

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সম্মেলনে শুধু বক্তব্য দেওয়াই যথেষ্ট নয়। জলবায়ু নেতৃত্বের প্রমাণ দিতে হবে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে।

  • প্রকৃত নেতৃত্ব: বালু উত্তোলন বন্ধ করা, নদী রক্ষা করা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে পরিবেশের পক্ষে কাজ করার মতো পদক্ষেপগুলোতেই প্রকৃত জলবায়ু নেতৃত্বের প্রমাণ নিহিত।

অন্যান্য বক্তাদের অংশগ্রহণ

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ড. এস. এম. মঞ্জুরুল হান্নান খান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহরাব আলী, পরিচালক মির্জা শওকত আলী এবং সি৩ইআর-এর সহকারী পরিচালক রউফা খানম প্রমুখ।

ইউ

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী ডেঙ্গুতে মারা গেছেন

ফেব্রুয়ারির নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ জরুরি: পরিবেশ উপদেষ্টা

সম্প্রীতি সংলাপে’ ঐক্য ও বৈচিত্র্য রক্ষার ডাক

বয়স্ক ভাতা প্রদানে স্বচ্ছতা আনবে প্রযুক্তি: উপদেষ্টা শারমীন

সুবর্ণচরের চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব

এসএমই অর্থায়ন ও বাজার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

সালমান শাহ হত্যা: নীরবতা ভেঙে বিচার চাইলেন শাবনূর

সালমান শাহ হত্যা মামলা: দু’এক দিনের মধ্যেই আত্মসমর্পণ করবেন ডন

ইন্টারন্যাশনাল এজেন্সি ’প্রেসেঞ্জা’-এর ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করা হচ্ছে: রিজওয়ানা