ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৩ অক্টোবর ২০২৫

English

জাতীয়

রাসূল (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরতে তরুণদের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ১ অক্টোবর ২০২৫; আপডেট: ১৯:৩৬, ১ অক্টোবর ২০২৫

রাসূল (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরতে তরুণদের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান

ছবি: উইমেনআই২৪ ডটকম

বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তাঁর অতি সাধারণ জীবনকে তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় জীবনদর্শন হিসেবে তুলে ধরতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (১ অক্টোবর) ধানমন্ডিতে মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিরাত আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

প্রতীকী প্রদর্শনীর মাধ্যমে নবিজির জীবন উপস্থাপন

বাণিজ্য উপদেষ্টা এই আয়োজনের প্রশংসা করে বলেন, নবি করিম (সা.) ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তাঁর জীবন ছিল অতি সাধারণ। নতুন প্রজন্ম যেন বইপত্র থেকে জানা তথ্যের সঙ্গে তাঁর যাপিত জীবনকে মেলাতে পারে, সেজন্য মসজিদ উত-তাকওয়া সোসাইটি যে বিশেষ উদ্যোগ নিয়েছে, তা এক উজ্জ্বল দৃষ্টান্ত।

  • প্রদর্শনীর বিশেষত্ব: মসজিদের চতুর্থ তলায় আয়োজিত প্রদর্শনীতে প্রতীকী রূপে মহানবি (সা.) এর যাপিত জীবনকে তুলে ধরা হয়েছে। এখানে মাটির ঘর, তৈজসপত্র, পানি ধরে রাখার মসক, খেঁজুর পাতার ছাওনি, খাট এবং তাঁর প্রিয় খাবার প্রদর্শন করা হচ্ছে।

  • শিক্ষণীয় দিক: উপদেষ্টা বলেন, এই প্রদর্শনী দেখে তরুণরা বুঝতে পারবে, কত সাধারণ জীবন থেকে তিনি অসাধারণ সম্মানের অধিকারী হয়েছেন।

নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ করার উদ্যোগ

শেখ বশিরউদ্দীন নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে তোলার সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এমন উদ্যোগ অন্য প্রতিষ্ঠানগুলোও নিতে পারে। তিনি তরুণদের নবিজির জীবনী অধ্যয়ন ও তাঁর শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

তিন দিনব্যাপী সিরাত আয়োজন

মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে এই তিন দিনব্যাপী সিরাত আয়োজনে থাকছে বিভিন্ন অনুষ্ঠান, যা ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

  • প্রধান আকর্ষণ: সিরাত বই প্রদর্শনী, সিরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা, শিশুতোষ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবিজির সুবাস, রং তুলিতে নবিজির শহর, ফুড অফ প্রফেট (সা.), বায়োগ্রাফি অফ প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো।

  • নারীদের জন্য সময়: নারীদের জন্য প্রতিদিন বাদ জোহর থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।

এ সময় মসজিদ উত তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম সহ মসজিদের অন্যান্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নবিজির জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।

ইউ

রাসূল (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরতে তরুণদের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান

রাতে নয়, এবারের ভোট দিনে হবে: ধর্ম উপদেষ্টা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে সাইফের বিশাল লাফ, রিশাদের উন্নতি

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

কফিপ্রেমীদের বিশেষ দিন

সম্মান ও সুরক্ষার পথে প্রবীণদের প্রতি করণীয়

সহিংসতার শিকার শিশুদের পাশে ‘চাইল্ড হেল্প লাইন’

কানাডায় বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে চলছে শারদীয় দুর্গোৎসব

রোহিঙ্গা সংকটে টেকসই সমাধান ও অর্থায়ন চায় বিডিআরসিএস

মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করা আমাদের অঙ্গীকার: শিক্ষা উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার

রোহিঙ্গা সংকটের উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: ইউএনএইচসিআর প্রধান

পাহাড়ে অস্থিতিশীলতা ’জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী

দাখিল নবমে ভর্তির বয়স শিথিল

নিবন্ধনের শর্ত পূরণ করলো এনসিপিসহ দুই দল: ইসি