
ছবি: উইমেনআই২৪ ডটকম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর মহাসচিব ড. কবির এম. আশরাফ আলাম, এনডিসি, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-পর্যায়ের সম্মেলন ও একটি পার্শ্ব-অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সাথে গতকাল নিউ ইয়র্কে সম্মেলনে যোগ দেন তিনি। সম্মেলনের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক মনোযোগ পুনঃসক্রিয় করা, পরিস্থিতির মূল কারণ চিহ্নিত করা এবং মিয়ানমার ও এর পার্শ্ববর্তী অঞ্চলের মানবিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা।
এর আগে, ২৯ সেপ্টেম্বর, বিডিআরসিএস ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর প্রতিনিধিরা ব্র্যাক’র সহযোগিতায়, একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব-অনুষ্ঠানে অংশ নেয়। এতে কক্সবাজারের বর্তমান মানবিক পরিস্থিতি এবং মানবিক পুনর্বিন্যাস প্রক্রিয়ার অঙ্গীকারসমূহ নিয়ে আলোচনা হয়। এসময় মানবিক সহায়তা কার্যক্রম জোরদার, রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের মর্যাদা রক্ষা, সহনশীলতা বৃদ্ধিকরণ এবং দীর্ঘমেয়াদি সমাধানের দিকে অগ্রসর হওয়ার ওপর জোর দেওয়া হয়।
সম্মেলনের একজন প্যানেলিস্ট হিসেবে বিডিআরসিএস-এর মহাসচিব ড. কবির এম. আশরাফ আলাম এনডিসি বলেন, “মানবিক হস্তক্ষেপ এখন এমন হতে হবে যা রোহিঙ্গাদের সাহায্য-নির্ভরতা কমিয়ে তাদের সক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি করবে। তবে আমাদের তহবিল সংকট আমাদের বাধ্য করছে কেবল জীবনরক্ষাকারী কার্যক্রমে সীমাবদ্ধ থাকতে।”
আইএফআরসি’র বাংলাদেশ প্রধান আলবার্তো বোকানেগ্রা বলেন, “রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন, দক্ষতা অর্জন, আত্মনির্ভরশীলতা এবং একটি সুন্দর ভবিষ্যতের আশা জাগিয়ে রাখতে আমাদের সমষ্টিগত দায়িত্ব হলো টেকসই বিনিয়োগ।”
ইউ