ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১৫ সেপ্টেম্বর ২০২৫

English

বিনোদন

আহত হওয়ার খবর ভুয়া, তবে কেন দেশ ছাড়লেন শাহরুখ

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১৩:১৭, ২০ জুলাই ২০২৫

আহত হওয়ার খবর ভুয়া, তবে কেন দেশ ছাড়লেন শাহরুখ

সংগৃহীত ছবি

ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তিনি গত ৩০ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন। তার আসন্ন সিনেমা ‘কিং’। এর শুটিং চলাকালে অভিনেতা দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। বলা হচ্ছে, ৬০ বছর বয়সী এই তারকাকে আহত অবস্থায় যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে। সেখানে শাহরুখ খান একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেই সময়ই তিনি চোট পান। বলা হয়, সেই চোট এতটাই গুরুতর যে তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে এবং সিনেমার শুটিং সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তার সুস্থতা কামনা করে বার্তা দেন।


তবে ২০ জুলাই সকালেই এই খবর পুরোপুরি ভুয়া বলে দাবি করেছে এনডিটিভি ও বলিউড হাঙ্গামার একাধিক সূত্র। তারা বলছে, শাহরুখ খানের কোনও নতুন ইনজুরি হয়নি। অতীতে বিভিন্ন সিনেমার শুটিংয়ে তার শরীরের কিছু পেশিতে টান পড়েছিল, যা মাঝে মাঝে ব্যথা সৃষ্টি করে। সে কারণে নিয়মিত চিকিৎসার জন্য তিনি মাঝে মাঝেই যুক্তরাষ্ট্রে যান। এবারও গিয়েছেন।

তিনি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে গেছেন। মাসের শেষে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। এখানে নতুন করে আহত হওয়ার কোনো ব্যাপার নেই।

তাহলে কী ছিল সেই ইনজুরির খবর? শাহরুখের শুটিং সেটে চোট পাওয়ার খবর প্রথম ছড়িয়ে পড়ে বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনের মাধ্যমে। বলা হয়, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’-এর একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় পিঠে আঘাত পান তিনি। পরে জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয় এবং ডাক্তাররা এক মাসের বিশ্রামের পরামর্শ দেন।

কিন্তু এনডিটিভির প্রতিবেদন স্পষ্ট জানিয়ে দেয়, সব তথ্য ভিত্তিহীন ও গুজব। শাহরুখ সুস্থ আছেন এবং ‘কিং’ সিনেমার শুটিং পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।

শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল এবং আরশাদ ওয়ারসির মতো তারকারা। যদিও এই অভিনেতাদের উপস্থিতি এখনও অফিসিয়ালি নিশ্চিত হয়নি।

//এল//

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন-এর মৃত্যুতে উদীচীর শোক

একসাথে কাজ করার আহ্বান

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণা দণ্ডনীয় অপরাধ ঘোষণা

নারী কারাবন্দিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত সরকারের

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত ফরিদা পারভীন, কুষ্টিয়ায় হবে সমাহিত

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিয়েছে ভারত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৯

পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষাটা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন

দায়িত্ব নিয়েই পার্লামেন্ট ভেঙে দিলেন কার্কি, নির্বাচনের তারিখ ঘোষণা

জাকসু নির্বাচন: সন্ধ্যার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

ড. ইউনূসের চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে