
ছবি: উইমেনআই২৪ ডটকম
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সংগ্রামী সভাপতি, বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, সাহিত্যিক, অধ্যাপক বদিউর রহমান আর নেই।
১৬ জুলাই (বুধবার) মধ্যরাতে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ (১৭ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হয় অধ্যাপক বদিউর রহমান-এর মরদেহ।
উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, "সংগঠনের অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকটসহ যেকোন বিষয়ে সবসময়ই বলিষ্ঠভাবে প্রকৃত অভিভাবকের ভূমিকা রেখেছেন অধ্যাপক বদিউর রহমান। শারীরিকভাবে বিদায় নিলেও যে আদর্শের বীজ তিনি বপণ করে গেছেন সেটিকে ধারণ করেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় উদীচী আজীবন কাজ করবে"।
ইউ