ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ০৪ সেপ্টেম্বর ২০২৫

English

বৃত্তের বাইরে

নিউইয়র্কের কাউন্সিল নির্বাচনে বিজয়ী বাংলাদেশি শাহানা 

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১০:২৯, ২৭ জুন ২০২৫; আপডেট: ১০:২৯, ২৭ জুন ২০২৫

নিউইয়র্কের কাউন্সিল নির্বাচনে বিজয়ী বাংলাদেশি শাহানা 

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ‍ইয়র্ক নগর কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী মায়া কর্নবার্গকে পরাজিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন শেষে নিউ‍ইয়র্ক নগরের বোর্ড অব ইলেকশন শাহানাকে বিজয়ী ঘোষণা করে। আগামী ৪ নভেম্বর চূড়ান্ত নির্বাচন হবে। ওই নির্বাচনেও শাহানা হানিফ জয়লাভ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রাথমিক নির্বাচনে জয়ের পর শাহানা হানিফ বলেন, কঠিন একটি নির্বাচনে আমার ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন। এই শহরকে সুন্দর করার জন্য তারা মেয়র হিসেবে নির্বাচিত করেছেন জোহানকে (ডেমোক্র্যাটদের প্রার্থী নির্বাচিত জোহরান মামদানি)। আমাদের লক্ষ্য এক। আমরা সুন্দর একটি নিউইয়র্ক সিটির স্বপ্ন দেখি। আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এবং চাইল্ড কেয়ার নিয়ে আগের মতোই কাজ করে যাব। আমি চেষ্টা করব, আর কোনো মানুষ যেন এই শহর ছাড়তে বাধ্য না হয়। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগর ৫১টি ডিস্ট্রিক্টের একটিতে জয়লাভ করেছেন শাহানা হানিফ। প্রাথমিক নির্বাচনে বিজয়ের পর তাকে নিয়ে প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস। 

প্রতিবেদনে বলা হয়, শাহানার জয় ব্রুকলিনের রাজনৈতিক চেতনায় একটি নতুন ঢেউ। এই নির্বাচনে ব্যাপক অর্থসংস্থানের বিপরীতে জয়লাভ করেছে তরুণ স্বেচ্ছাসেবক ও ছোট ছোট দাতাদের ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা জনগণ। 

শাহানা হানিফের বাবা মোহাম্মদ হানিফ জানান, তারা ১৯৭৯ সালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নিউইয়র্কে আসেন। প্রথমে কুইন্সের জ্যাকসন হাইটসে থাকতেন, পরে কেনসিংটনে চলে যান। তবে শাহানার জন্ম ব্রুকলিনে। তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান ও নারী অধিকার বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখানেই তার রাজনৈতিক চেতনার বীজ রোপিত হয়। ২০২১ সালে ২৯ বছর বয়সে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী হিসেবে নিউইয়র্ক নগরের কাউন্সিলর নির্বাচিত হন।

//এল//

ইন্দোনেশিয়ার নারীদের ঝাড়ু হাতে প্রতিরোধ

বড় মেয়েরা নীরব বিপ্লবী

নারীবান্ধব কোটা পদ্ধতি চালু করার আহ্বান নারীপক্ষের

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা

ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন আর নয়: ইসি সানাউল্লাহ

সংরক্ষিত নারী আসনে আসন সংখ্যা বৃদ্ধির আহ্বান

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ-পদোন্নতি

মালয়েশিয়ায় আটক ৭৭০ অবৈধ বাাংলাদেশি

মালয়েশিয়ায় আটক ৭৭০ অবৈধ বাাংলাদেশি

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে

সড়ক দুর্ঘটনায় ৫০২ প্রাণহানি

ডাকসু নির্বাচন: আপিল বিভাগের রায়ে ভোটের পথ সুগম

প্রতিবছর বিদেশে ১০ লাখ কর্মসংস্থান: আসিফ নজরুল

ক্র্যাবের সঙ্গে কোয়ালিটি হসপিটালিটির চুক্তি

প্রতিবন্ধিতার দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রয়োজন