
ছবি সংগৃহীত
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস একদিনের সফরে কক্সবাজার গেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে আরও দুজন সহযাত্রী ছিলেন, যাদের পরিচয় জানা যায়নি।
মহেশখালীতে হাসপাতাল পরিদর্শন
কক্সবাজার পৌঁছে পিটার ডি হাস সরাসরি মহেশখালী যান। সেখানে তিনি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত ‘এক্সিলারেট হোপ হসপিটাল’ পরিদর্শন করেন। মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক জানান, বেলা ১১টার দিকে এই প্রতিনিধিদলটি হোপ হসপিটালে পৌঁছায়।
হাসপাতাল পরিদর্শনের সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পিটার ডি হাস হাসপাতালটির সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
ব্যক্তিগত সফর ও উদ্দেশ্য
পিটার ডি হাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, এই প্রতিষ্ঠানের হয়েই তিনি মহেশখালী পরিদর্শন করছেন। প্রতিনিধিদলটির বুধবার বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
পিটার হাসের পূর্ববর্তী তৎপরতা
উল্লেখ্য, পিটার ডি হাস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা ব্যাপক আলোচনায় ছিল। গত এপ্রিল মাসেও তিনি ঢাকা সফর করেন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত একটি বাণিজ্যিক বৈঠকে অংশ নেন। সে সময় তিনি বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন। এপ্রিলের পর গত শনিবার তিনি আবারও ঢাকা এসেছেন।
ইউ