
ছবি: উইমেনআই২৪ ডটকম
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় অবস্থিত আলহাজ্ব আইন উদ্দিন সরকার আলিম মাদরাসায় ১৭ আগস্ট (রবিবার) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও গাজীপুর সিটির বাসন থানাধীন ভোগড়া গ্রামের কৃতি সন্তান এবং মাদরাসায় গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. আলী হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. সিরাজুল ইসলামসহ শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুজ্জামান মোল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার সাথে পরিবেশ সুন্দর রাখার জন্য বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন এবং প্রত্যেকেই যেন একটি করে গাছ রোপণ করে পরিবেশকে আরো সুন্দর রাখি সেই প্রত্যাশা করেন। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার ও সমাজের বিত্তবান লোকদের সহায়তা কামনা করা হয়। পরে প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এখন মৃত এবং যারা এখনো বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদেরসহ বর্তমান সরকারসহ দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
ইউ