
আলুটিলা:
খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত আলুটিলা গুহা একটি প্রাকৃতিক গুহা। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা ‘মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত। আলুটিলা গুহার দৈর্ঘ্য ৩৫০ ফুট। আলুটিলা গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হতে মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে।
গুহার ভেতরে সব সময় অন্ধকার থাকে এজন্য গুহায় প্রবেশ করতে হলে মশালের প্রয়োজন হয়। গুহার প্রবেশ করার সিড়ির পাশেই ছোট আকারের মশাল কিনে পাওয়া যায়। চাইলে মশালের বিকল্প হিসাবে মোবাইল টর্চ বা চার্জ লাইট ব্যাবহার করতে পারেন। তাছাড়া গুহার অভ্যন্তরের পাথর গুলো বেশ পিচ্ছিল তাই ভালো গ্রিপের জুতা পড়ে যাওয়া উচিত।
আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরেই আলুটিলা গুহার অবস্থান, আলুটিলা পর্যটন কেন্দ্রের প্রবেশ ফি ৪০ টাকা। আলুটিলা পর্যটন কেন্দ্রে লাভ ব্রিজ সহ নানা স্থাপনা রয়েছে, আর সন্ধ্যায় রয়েছে মনোরম আলোকসজ্জার ব্যবস্থা।
//জ//