ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

রাজনীতি

জাতীয় পার্টি আউট, বিরোধী দলের আসনে তৃণমুল বিএনপি!

শাহীন খন্দকার:

প্রকাশিত: ১৭:৪৭, ৭ ডিসেম্বর ২০২৩

জাতীয় পার্টি আউট, বিরোধী দলের আসনে তৃণমুল বিএনপি!

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গড়ে উঠা জাতীয় পার্টি বিরোধী দলীয় আসনটি হারাচ্ছেন?

বিএনপিসহ বিভিন্ন  পেশা থেকে আগত তৃণমুল বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে সংসদের বিরোধীদলীয় আসনে বসছেন তৃণমুল বিএনপি! আউট হয়ে যাচ্ছে জাতীয় পার্টি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন তৃণমুল বিএনপি “বিরোধীদলের ভ’মিকায়” আসতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকসহ অভিজ্ঞ রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষাবিদ ব্যাবসায়ী ব্যাংকারদের অভিমত হলে হতেও পারে বলে জানাগেছে। বর্তমানে দ্বাদশ নির্বাচনকে নিয়ে নানা মহলে ও আলোচনা হচ্ছে এবারের নির্বাচনে কিভাবে সরকার গঠন হচ্ছে , কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা নানা  সমীকরণের আলোচনা চলছে। এই আলোচনা থেকে পিছিয়ে নেই খেটে খাওয়া দিননমুজুর, রিকসা চালকেরাও।  

নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ তফশীল ঘোষণার পর থেকেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। তার-ইর ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতিতে নিত্য-নতুন নতুন ঘটনা গতিনিচ্ছে রাজনীতিতে।

নির্বাচন কমিশন সুত্রে জানাগেছে ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৯টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আসন ভাগাভাগিসহ বিভিন্ন মেরুকরনও চলছে।

অন্যদিকে দেশের বর্তমানে প্রধান বিরোধীদল বিএনপি দ্বাদশ নির্বাচনে না আসার আনন্দোলনটিও কিন্তু ক্ষমতাশীল আওয়ামী লীগের রাজনৈতিক বিবেচনায় রয়েছে। বিষয়টি মাথায় নিয়েই দ্বাদশ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছেন।

কেননা সংসদের বিরোধী দলীয় জাপা নেতাদের নানা সমালোচনা-আলোচনাকেও আওয়ামী লীগ পর্যালোচনায় রেখেছেন। ইতিমধ্যে জাপা মহাজোটেও নেই, দলটি এককভাবে নির্বাচনেরও ঘোষণা দিয়েছেন। জাতীয় পার্টির এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এছাড়া দ্বাদশ নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন এখন উৎতপ্ত। নির্বাচন কমিশন নির্বাচনের তফসীল ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত। অন্যদিকে নির্বাচন বয়কট করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা কর্মসুচী পালন করছে দেশের বিরোধী দলীয় বিএনপিসহ সমমনাদলগুলো।

ইউটিউবের একটি চ্যানেলে দেশের চলমান রাজনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলেছেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি’র) চেয়ারম্যান ও সাবেক এমপি রাজনীতিতে তরুণ তুর্কী ব্যারিষ্টার আন্দালিব পার্থ।  তিনি ইউটিউব চ্যানেল সাক্ষাৎকারে বলেছেন, রাজনীতি ডেড লকে এখন। বর্তমানে যে আন্দোলন হচ্ছে সেও বছর চলছে। আমরা ও বিদেশী বন্ধুরা সব সময় একটা ভালো সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছিলাম।

তিনি বলেন, এখন নির্বাচন নিয়ে কি হচ্ছে যা পানির মতো সচ্ছ। সরকার ক্ষমতায় থাকার জন্য গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারতেন, কিন্ত রাজি নয়, সংলাপও করলা না। এক কথায় সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার এগোচ্ছে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ২০১৪-২০১৮ সালের দিকে যাচ্ছে সরকার, একই কায়দায় জাতী আরেকটি নির্বাচন দেখতে পারবে ।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে কোন দোষ দিয়ে লাভ নেই। তাদের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা। কারণ নির্বাচন কমিশনের পোষ্টটি সাংবিধানিক, তারা সংবিধানের মধ্যে থেকেই সব কিছু করতে হয় কমিশনকে। তবে সিইসির বেশ কিছু বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনায় এসেছে প্রতিষ্ঠানটি। একটি উদাহারণ টেনে বলেন, কেউ ইন্তেকাল করেছেন বা করেননি।

এ ছাড়া এত কিছু অনিয়ম দৃশ্যমান হওয়া সত্বেও তেমন কোথাও ভোট বাতিল করতে পারেননি। তেমন  কোথাও  ভোট বাতিল করতে পারেনি ইসি। আমি মনে করি রাজনৈতিক সংকট রাজনীতিবিদদের-ই সমাধান করতে হবে। এদেশের গণতন্ত্র রাজনীতিবিদরাই যুদ্ধ করে এনেছেন। ঠিক রাজনীতিবিদদের লোভের কারণেই গণতন্ত্র চলে গেছে। আবারও গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসতে পলিটিশিয়ানদের বসে ঠিক করতে হবে। বাংলাদেশের জনগণকেই ঠিক করতে হবে। 

এদিকে ১৪ দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকটি হয়েছে মঙ্গলবার ইস্কাটনের বাসায়। কিন্ত কোন দলকে কতগুলো আসন দেওয়া হবে শরীকদের  তা এখনো স্পষ্ট করা হয়নি ঝুলে আছে সিদ্ধান্ত এখনো।

 সর্বশেষ জাতীয় পাটির মহাসচিব  মো. মুজিবুল হক চুন্নু বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আসনসমঝোতা নিয়ে কথা হয়নি। তবে জাতীয় পার্টির একাধিক সুত্রে জানা গেছে জাতীয় পার্টি ১৪ দলের ন্যায় নৌকা প্রতিক চাইছেন না। তবে আসন চাইছেন তারা! যা দুই দলই গোপনীয়তা রক্ষা করে চলেছেন।

ইতিমধ্যে আলোচনার কেন্দ্র বিন্দুতে রওশন এরশাদ ও সাদ এরশাদসহ সাবেক মহাসচিব জাতীয় সংসদের চীফ-হুইপ মশিউর রহমান রাঙা এমপিসহ ত্যাগীনেতাদের মনোনয়ণ দেওয়া হয়নি। এনিয়ে দলটির মধ্যে চলছে চাপাক্ষোভ।

জাতীয় পার্টি রওশন পহ্নী নেতারা জানিয়েছেন, শেষ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বকে ত্যাগ করবেন দেশের সাধারণ ভোটার।

//জ//

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে

ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কী-না, সিদ্ধান্ত জনগণের: মঈন খান

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

মঞ্চে জুমার নামাজ আদায় শেষে আন্দোলনকারীদের সমাবেশ শুরু

সমাবেশ ঘিরে যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

অবৈধ ব্যাটারী কারখানার বর্জ্য অপসারণের নির্দেশ 

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবকের মরদেহ

বলিউডে নাম লেখাচ্ছেন শচীনকন্যা!

ব্যাংক এশিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা

পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

কারাগারে আইভী

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি